'নেট' সহ একাধিক পরীক্ষার আবেদনের সময় বাড়ানো ও সংশোধন করার সুযোগ দিল এনটিএ

ICAR,JNUEE,UGC-NET,CSIR-NET পরীক্ষার আবেদনের তারিখ বাড়ানো হয়েছে। যাদের ফর্ম ভরা হয়ে গিয়েছে। তারা পুনরায় আবেদন পত্র সংশোধন করতে পারবেন।

ICAR,JNUEE,UGC-NET,CSIR-NET পরীক্ষার আবেদনের তারিখ বাড়ানো হয়েছে। যাদের ফর্ম ভরা হয়ে গিয়েছে। তারা পুনরায় আবেদন পত্র সংশোধন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইজিসি নেট সহ একাধিক পরীক্ষার অ্যাপলিকেশন ফর্ম এডিট করা যাবে, এমনই ঘোষণা করলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। শুক্রবার মন্ত্রী জানান, কোভিড-১৯ এর কারণে অনেক শিক্ষার্থীর কাছ থেকে প্রাপ্ত অনুরোধের কারণে তাদের সমস্যার কথা বিবেচনা করে আমি ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে পরামর্শ দিয়েছি বিভিন্ন পরীক্ষার অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার তারিখ বাড়ানো / সংশোধন করার সুযোগ দেওয়া হোক। সেই মত আগামী ৩১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে তারিখ।

Advertisment

ICAR,JNUEE,UGC-NET,CSIR-NET পরীক্ষার আবেদনের তারিখ বাড়ানো হয়েছে। যাদের ফর্ম ভরা হয়ে গিয়েছে। তারা পুনরায় আবেদন পত্র সংশোধন করতে পারবেন।

Advertisment

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) ২০২০, ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৩১,০৫,২০২০। একসঙ্গে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষা, ইউজিসি নেট, ও জয়েন্ট সিএসআইআর ন্যাশানাল এলিজিবিটি টেস্ট ২০২০ পরীক্ষার আবেদন করার শেষ দিন ৩১/০৫/২০২০।

বিকেল পাঁচটার মধ্যে জমা করতে হবে ফর্ম। পরীক্ষার ফি জমা দিতে হবে রাত ১১.৫০ এর মধ্যে। অবশ্যই অনলাইন মারফত জমা করতে হবে পরীক্ষার টাকা. ক্রেডিট/ডেবিট ও নেট ব্যাঙ্কিং /ইউপিআই এবং পে টিএম মারফত পরীক্ষার টাকা জমা করতে পারবেন।