/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/exams.jpg)
ইজিসি নেট সহ একাধিক পরীক্ষার অ্যাপলিকেশন ফর্ম এডিট করা যাবে, এমনই ঘোষণা করলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। শুক্রবার মন্ত্রী জানান, কোভিড-১৯ এর কারণে অনেক শিক্ষার্থীর কাছ থেকে প্রাপ্ত অনুরোধের কারণে তাদের সমস্যার কথা বিবেচনা করে আমি ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে পরামর্শ দিয়েছি বিভিন্ন পরীক্ষার অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার তারিখ বাড়ানো / সংশোধন করার সুযোগ দেওয়া হোক। সেই মত আগামী ৩১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে তারিখ।
ICAR,JNUEE,UGC-NET,CSIR-NET পরীক্ষার আবেদনের তারিখ বাড়ানো হয়েছে। যাদের ফর্ম ভরা হয়ে গিয়েছে। তারা পুনরায় আবেদন পত্র সংশোধন করতে পারবেন।
In view of the hardships faced by the parents & students due to #COVID19 epidemic and requests received from many students, I have advised @DG_NTA to extend/ revise the dates of submission of online application forms for various Examinations:
⭕ICAR⭕JNUEE⭕UGC-NET ⭕CSIR-NET pic.twitter.com/vp1HCL7l4U— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 15, 2020
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) ২০২০, ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৩১,০৫,২০২০। একসঙ্গে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষা, ইউজিসি নেট, ও জয়েন্ট সিএসআইআর ন্যাশানাল এলিজিবিটি টেস্ট ২০২০ পরীক্ষার আবেদন করার শেষ দিন ৩১/০৫/২০২০।
বিকেল পাঁচটার মধ্যে জমা করতে হবে ফর্ম। পরীক্ষার ফি জমা দিতে হবে রাত ১১.৫০ এর মধ্যে। অবশ্যই অনলাইন মারফত জমা করতে হবে পরীক্ষার টাকা. ক্রেডিট/ডেবিট ও নেট ব্যাঙ্কিং /ইউপিআই এবং পে টিএম মারফত পরীক্ষার টাকা জমা করতে পারবেন।