Advertisment

আরও পাঁচ আইআইআইটি মুকুটে জাতীয় গুরুত্বের পালক

এখন থেকে 'বি টেক', 'এম টেক' সহ পিএইচডির মত ডিগ্রী নিয়ে লেখাপড়া করা যাবে এই সংস্থাগুলিতে।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেন্দ্রীয় মন্ত্রক আরও পাঁচটি ভারতীয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটকে (আইআইআইটি) জাতীয় (আইএনআই) পদমর্যাদার অনুমোদন দিয়েছে। সুরাট, ভোপাল, ভাগলপুর, আগরতলা এবং রায়চুরের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোডের অধীনে পাঁচটি আইআইআইটি এখন থেকে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রী (বিটেক) বা এমটেক বা পিএইচডি ডিগ্রির নাম ব্যবহার করতে পারবে।

Advertisment

বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা ভারতীয় ইন্সটিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি বিল (সংশোধন বিল) ২০২০ অনুমোদন দিয়েছে।

বিলে উল্লেখ আছে, “পিপিপি মোডের আওতায় ১৫ টি আইআইআইটি-র পাশাপাশি বাকি ৫ টি আইআইআইটিকে পিপিপি মোডের অধীনে নিয়ে আসা হবে। জাতীয় প্রতিষ্ঠান হিসাবে ডিগ্রি প্রদানের ক্ষমতা থাকবে এই পাঁচ ইন্সটিটিউটের হাতে। এখন থেকে 'বি টেক', 'এম টেক' সহ পিএইচডির মত ডিগ্রী নিয়ে লেখাপড়া করা যাবে এই সংস্থাগুলিতে।"

বিবৃতিতে বলা আছে, “অনুমোদনের আগে সুরাট, ভোপাল, ভাগলপুর, আগরতলা এবং রায়চুরের আইআইআইটি ১৮৬০ সালের সোসাইটি রেজিস্ট্রেশন আইনের আওতায় ছিল। এখন ২০১৭ সালের পিপিপি মোডের অধীনে বাকি ১৫টি আইআইআইটি সংস্থার মতই কাজ করবে এই পাঁচ ইনস্টিটিউট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Read the full story in English

IIT
Advertisment