Advertisment

সুপ্রিম কোর্টে রাফাল রায় সংশোধনের আবেদন কেন্দ্রের

এক আবেদনে কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছে যে রায়ের ২৫তম অনুচ্ছেদে লেখা শব্দের বেঠিক ব্যাখ্যা হচ্ছে। তাই এই অংশটি সংশোধন করে দেওয়া হোক।

author-image
IE Bangla Web Desk
New Update
সুপ্রিম কোর্টে রাফাল রায় সংশোধনের আবেদন কেন্দ্রের

ব্যকরণে ভুল! রাহুল গান্ধী এবং কংগ্রেসের চাপে পড়ে দেশ জোড়া বিতর্কের মুখে তাই সুপ্রিম কোর্টে রাফাল রায় 'সংশোধন' করার আবেদন জানাল মোদী সরকার। রাফালের দাম সংক্রান্ত কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) রিপোর্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) পরীক্ষা করে 'দেখেছে'- এই অংশটাই সংশোধন করতে বলা হয়েছে।

Advertisment

এক আবেদনে কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছে যে রায়ের ২৫তম অনুচ্ছেদে লেখা শব্দের বেঠিক ব্যাখ্যা হচ্ছে। তাই এই অংশটি সংশোধন করে দেওয়া হোক।

প্রসঙ্গত, শুক্রবার রাফাল ক্রয়ের প্রক্রিয়া সন্তোষজনক বলে জানায় সুপ্রিম কোর্ট। আদালতের নজরদারিতে তদন্তের আর্জিও খারিজ করে দেওয়া হয়। তিন রাজ্যে ক্ষমতা হারানো গেরুয়া শিবিরে এরপরই খানিক স্বস্তি ফেরে। আর রাহুল গান্ধী-সহ কংগ্রেসকে ক্রমাগত বিঁধতে শুরু করে বিজেপি। সেদিন সন্ধ্যাতেই সাংবাদিক সম্মেলন ডাকেন সোনিয়া-তনয়। তিনি বলেন, যে ভিত্তির উপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেটাই সঠিক নয়। সুপ্রিম কোর্টের রায়ের ‘তিনটি লাইন’ উদ্ধৃত করে রাহুল বলেন, আদালত জানাচ্ছে, রাফাল বিমানের দাম সংক্রান্ত বিষয় ভারতের অডিটর ও কম্পট্রোলার জেনারেল (সিএজি) পরীক্ষা করে দেখেছে এবং তা লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও (পিএসি) উল্লিখিত হয়েছে। ফলে বিষয়টি সর্বসমক্ষেই (‘পাবলিক ডোমেইন’) রয়েছে।

এরপরই সুর চড়ান রাগা। তাঁর পাশে বসা মল্লিকার্জুন খাড়গেকে দেখিয়ে সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্ন করতে বলেন। উল্লেখ্য, লোকসভায় কংগ্রেসের দলনেতা খাড়গে পদাধিকার বলে তিনিই পিএসি-র চেয়ারম্যান। খাড়গে বলেন, তাঁর কমিটির হাতে রাফালের দাম সংক্রান্ত কোনও নথি আসেনি। তিনি আরও বলেন, তিনি ডেপুটি সিএজি-কে এ বিষয়ে প্রশ্ন করেছেন এবং সেই আধিকারিক জানান, তাঁদেরও কিছু জানা নেই। এরপরই কটাক্ষের সুরে রাহুল প্রশ্ন করেন, “তাহলে কি অন্য কোনও পিএসি-র কাছে এই রিপোর্ট জমা পড়েছে? সেই পিএসি কি পিএমও থেকে পরিচালিত হয় না কি ফ্রান্সের আইনসভার পিএসি-তে জমা পড়েছে?”

Rafale
Advertisment