সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। করোনা মহামারীর পরে সব বাধা বিপত্তি পেরিয়ে এবার পূর্ণমাত্রায় আয়োজিত হতে চলেছে এবছরের পরীক্ষা। ছাত্র ছাত্রীদের পরীক্ষা হলে ঢুকতে গেলে মানতে হবে নানান নির্দেশ। এদিন সাংবাদিক বৈঠকেই জানিয়েছেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
কী কী নির্দেশ মানতে হবে?
- অবশ্যই মাস্ক পরতে হবে পরীক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকাদের।
- হলে প্রবেশের আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার রাখতে হবে।
- যদি কেউ অসুস্থবোধ করে, তাঁর জন্য থাকবে আইশলেসনের ব্যাবস্থা।
- মেনে চলতে হবে সামাজিক দুরত্ববিধি।
যেহেতু এই আবহাওয়ায় শুধু করোনা নিয়ে ভয় নয়, বরং পক্স-ও হতেই পারে তাই যে এলাকার স্কুলে পরীক্ষা হবে তাঁর কাছের হাসপাতাল কিংবা ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক এবং শিক্ষকদের উপস্থিতিতে পরীক্ষা দেওয়ার ব্যাবস্থা থাকবে। পরীক্ষা হল স্যানিটাইজ করা হবে নিয়ম মেনেই।
বেঞ্চের আকার, ছাত্রসংখ্যা সবকিছুর ওপর ভিত্তি করে পরীক্ষার্থীদের বসার আয়োজন করা হবে।