/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/high-madrasa.jpg)
হাই মাদ্রাসার ফলপ্রকাশ
প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল। পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় ফল প্রকাশ করল প্রতিষ্ঠান। করোনা অতিমারির পরবর্তীকালে অফলাইনেই পরীক্ষা নেওয়া হয়। ছাত্রদের পাশের হার ছাত্রীদের তুলনায় কিছুটা বেশি।
এবছর প্রথম স্থানে রয়েছে মালদহের ছাত্রী সারিফা খাতুন। প্রথম স্থান ছাড়াও মালদহের আরও ছয় পড়ুয়া রয়েছে প্রথম দশজনের মধ্যে। পাশের হার সবথেকে বেশি পশ্চিম মেদিনীপুরে। অনলাইনের মাধ্যমেই ছাত্রছাত্রীরা জানতে পারবেন রেজাল্ট। এছাড়াও সোমবার বেলা সাড়ে ১২ টা থেকেই হাই মাদ্রাসায় পাওয়া যাবে রেজাল্ট।
ছাত্রদের পাশের হার ৮৭.৬০%, ছাত্রীদের পাশের হার ৮৬.৭৪%। মেদিনীপুরের তুলনায় মালদহ এবার রেজাল্টের দিকে অনেক এগিয়ে রয়েছে। সঙ্গে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদও। পাশের হার কমেছে অনেকটাই। গতবছর পাশের হার ছিল ১০০ শতাংশ। এবার সেটা কমে ৮৭ শতাংশ। তবে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা।
আরও পড়ুন ফের কোপ রাজ্যপালে, এবার ভিজিটর পদ আলো করতে পারেন শিক্ষামন্ত্রী! কী বলছেন শিক্ষাবিদরা?
প্রথম, সারিফা খাতুনের প্রাপ্ত নম্বর ৭৮৬। দ্বিতীয় ইমরানা আফরোজ পেয়েছেন ৭৭৫। তৃতীয় মহম্মদ ওয়াকিল আনসারির প্রাপ্ত নম্বর ৭৭৩।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us