Advertisment

Madhyamik-HS Exam 2024: আর আগের সময়ে নয়, তাহলে এবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু কখন?

Higher Secondary Exam: কী কারণে এই বদল? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কী জানানো হয়েছে?

author-image
IE Bangla Web Desk
New Update
Higher Secondary 2024 time Exam statr 9 past 45 minutes , ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে পৌনে ১০টার সময়

Bengal HS 2024: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা।

Higher Secondary Exam 2024 Time: উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল ঘটল। পরীক্ষার দিনক্ষণ দিন অপরিবর্তিত থাকলেও, বদলে যাচ্ছে পরীক্ষা শুরুর সময়। আগের সূচি অনুযায়ীআর দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে না। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, আসন্ন উচ্চমাধ্যমিকের সব পরীক্ষা সকাল পৌনে ১০টায় শুরু হবে।

Advertisment

উচ্চমাধ্যমিকের মতই এবারের মাধ্যমিক পরীক্ষার সময়ও ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সকাল ১১টা ৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

আগে দুপুর ১২টায় উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে শেষ হত দুপুর ৩টে ১৫ মিনিটে। চলতি বছরে প্রতিদিন সকাল পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

পাশাপাশি, ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, সঙ্গীত, স্বাস্থ্য ও শারীর শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে। এই পরীক্ষাগুলিও শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। ২ ঘণ্টার পরীক্ষা শেষ হবে বেলা ১১টা ৪৫ মিনিটে।

নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে এই বদল? আনুষ্ঠানিকভাবে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এখনও কিছু জানানো হয়নি।

২০২৪ সালের উচ্চমাধ্যমিকের রুটিন-

১৬ ফেব্রুয়ারি (শুক্রবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।

১৭ ফেব্রুয়ারি (শনিবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্ট।

১৯ ফেব্রুয়ারি (সোমবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।

২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): অর্থনীতি।

২১ ফেব্রুয়ারি (বুধবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।

২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।

২৩ ফেব্রুয়ারি (শুক্রবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।

২৪ ফেব্রুয়ারি (শনিবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফরাসি।

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।

২৮ ফেব্রুয়ারি (বুধবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।

২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

West Bengal HS Exam higher secondary examination
Advertisment