Advertisment

WB HS Result 2024: চোখে এক সমুদ্র স্বপ্ন, উচ্চ-মাধ্যমিকে সম্ভাব্য তৃতীয় অভিষকের সুপ্ত ইচ্ছে আসলে কী?

পঞ্চম শ্রেণি থেকেই রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছে সে। বরাবরই প্রথম সারির ছেলে...

IE Bangla Web Desk এবং Anurupa Chakraborty
New Update
WBCHSE Result, West Bengal HS Result 2024, WB HS Result 2024, WBCHSE 12th Result 2024, West Bengal HS Result Direct Link, West Bengal HS Result 2024 Date, West Bengal HS Result 2024 Updates, WBCHSE Result link, wbresults.nic.in, wbchse.nic.in, WB HS result 202WB HS Result 2024 Live Updates

বড় হয়ে কী হতে চায় সে?

এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় ৪৯৪ নম্বর পেয়ে সম্ভাব্য তৃতীয় স্থান দখল করলো মালদার অভিষেক গুপ্ত। এই খবরে খুশি তার শিক্ষক-‌শিক্ষিকা থেকে পরিবার-‌পরিজনেরা। অভিষেক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। তার ফলাফলে খুশি প্রধান শিক্ষক স্বামী তাপোহরানন্দ মহারাজ। ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লীতে বাড়ি তাঁর।

Advertisment

বাবা শিবশান্ত গুপ্ত পেশায় একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। মা অনামিকা সাহা গুপ্ত প্রাথমিক স্কুল শিক্ষিকা। পরিবারের একমাত্র সন্তান অভিষেক। পঞ্চম শ্রেণি থেকেই রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছে সে। বরাবরই প্রথম সারির ছেলে সে। মাধ্যমিকে ৬৯০ পেয়ে রাজ্যে চতুর্থ হয়েছিল সে। অঙ্ক অভিষেকের প্রিয় বিষয়। দিনে ৮‌‌‌-‌৯ ঘন্টা পড়াশোনা করত সে। ৫ জন গৃহশিক্ষক ছিল তার। পড়াশোনার বাইরে শরতচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের বই পড়তে ভালবাসে সে। ক্রিকেট খেলতে ভালবাসে।

আরও পড়ুন - WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকে হুগলি জেলার জয়জয়কার! মেধাতালিকায় স্থান মোট ১৩ জনের…

উচ্চ মাধ্যমিকে বিষয় ভিত্তিক তার নম্বর বাংলা-‌৯৯, ইংরেজী-‌৯৯, পদার্থ বিজ্ঞান-‌৯৬, রসায়ন-‌৯৬, অঙ্ক-‌১০০ এবং স্ট্যাটিকস্টিকসে ১০০। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় অভিষেক। জেইই মেইন পরীক্ষায় পাশ করেছে সে। ফলাফলে খুশি অভিষেক জানান, ‘‌আশানুরূপ ফল হয়েছে। স্কুলের শিক্ষকরা বিভিন্নভাবে সাহায্য করেছে আমাকে। ক্লাস পরীক্ষায় ফলাফলের ওপর বিভিন্নভাবে আলোচনা করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন।’‌ রাজ্যে যুগ্মভাবে সম্ভাব্য পঞ্চম অর্ণব কর্মকার এবং সুপ্তোত্থিতা সরকার। অর্ণবও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। বাবা অরমকৃষ্ণ কর্মকার গাজোল কলেজে অধ্যাপক এবং মা বাসবী সাহা কর্মকার প্রাথমিক স্কুল শিক্ষিকা। ২ ভাইয়ের মধ্যে অর্ণব বড়। ভাই অনির্বাণ নবম শ্রেণির ছাত্র।

ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। অন্যদিকে আরেক পঞ্চম সুপ্তোত্থিতার বাড়ি রিজেন্ট পার্ক এলাকায়। সে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যামন্দিরের ছাত্রী। বাবা প্রান্তিক সরকার ওই স্কুলেরই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। মা পম্পা সরকার গৌড় কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা। সুপ্তোত্থিতাও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে অধ্যাপিকা হতে চায়। পড়াশোনার পাশাপাশি গান করতে ভালবাসে সে। রবীন্দ্র সঙ্গীত তার প্রিয়। পাশাপাশি সামাজিক মাধ্যমে ভ্রমণের ওপর একটি চ্যানেলও পরিচালনা করে সে। রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী তাপোহরানন্দ মহারাজ জানান, ‘‌আমাদের স্কুল থেকে রাজ্য মেধা তালিকায় ২ জন জায়গা করে নিয়েছে। অভিষেক গুপ্ত তৃতীয় এবং অর্ণব কর্মকার পঞ্চম হয়েছে। অনেক অনেক আশীর্বাদ রইল। আমাদের স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবার ৮৮ জন পরীক্ষা দিয়েছে।

Education HS result
Advertisment