উচ্চ মাধ্যমিকে এবার জয়জয়কার হুগলি জেলার। প্রথমে দশের মধ্যে প্রায় ১৩ জন জায়গা পেল মেরিট লিস্টে। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে উচ্চ মাধ্যমিকের জয়।
এবার ৬৯ দিনের মধ্যে ফল্প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশের হারে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকলেও এবার হুগলি জেলা ছিনিয়ে নিয়েছে মেধাতালিকার অনেকটা অংশ। কারা কারা পেল মেরিট লিস্টে জায়গা?
১. মেয়েদের মধ্যে প্রথম এবং উচ্চ মাধ্যমিকে চতুর্থ হয়েছে স্নেহা ঘোষ। চন্দননগর কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের ছাত্রী সে।
২. অভ্রকিশোর চক্রবর্তী - হুগলি কলিজিয়েট স্কুল থেকেই পেয়েছে ষষ্ঠ স্থান।
৩. ঋতব্রত দাস - কলিজিয়েট থেকে সপ্তম স্থান অধিকার করেছে। আরামবাগের মহম্মদ সইফ রয়েছেন সপ্তম স্থানে।
আরও পড়ুন - WB HS Result 2024: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও! মেধা তালিকায় নজরকাড়া সাফল্য নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনের
৪. অশ্বিনী কুমার মুখোপাধ্যায় - কলিজিয়েট থেকে রয়েছেন মেধা তালিকায়।
এছাড়াও রয়েছে বাণীমন্দির থেকে বৃষ্টি পাল। কৃষ্ণভাবিনি থেকে মেধা তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন সৃজনী ঘোষ এবং সোমা ঘোষ।
হুগলি জেলার পাশাপাশি এবারও ব্যতিক্রম নয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ছয়জন পড়ুয়া রয়েছে এবারের মেধা তালিকায়। এবার তাদের মাধ্যমিকের ফলাফল ছিল নজরকাড়া।