/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/madhyamik-result-2019-1.jpg)
WBCHSE HS Result 2019: আজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল।
How to Check West Bengal Madhyamik Result 2019: রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল। এদিন মধ্যশিক্ষা পর্ষদ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কৃতী ছাত্রছাত্রীর নাম। সকাল ১০টা থেকে পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে (wbbse.org, wbresults.nic.in) জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা।
কীভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল
পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপেও জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
অনেক ক্ষেত্রে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, চটজলদি পরীক্ষার ফলাফল জানতে পারবেন যে সমস্ত ওয়েবসাইট থেকে - www.examresults.net, www.exametc.com, www.indiaresult.com, www.result.shiksha
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/madhyamik-result-2019-app.jpg)
এছাড়াও আপনার মোবাইল নম্বরটি www.exametc.com এখানে আগাম রেজিস্টার করতে পারেন, এতে রেজাল্ট বেরনো মাত্রই এসএমএস পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য প্রয়োজন মোবাইল নম্বর এবং রোল নম্বর। গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন Madhyamik Result 2019 বা www.result.shiksha অ্যাপ।