JEE Main Admit card 2019: আজ অর্থাৎ ১৭ ডিসেম্বর দুপুর ৩ টে থেকেই মিলবে NITs, IIITs CFTIs-এর অ্যাডমিশনের জন্য জয়েন্ট ইঞ্জিয়ারিং এন্ট্রেন্স পরীক্ষা (Main) ২০১৯-এর অ্যাডমিট কার্ড। প্রকাশিত হবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.ntac.ac.in বা www.jeemain.nic.in-এ। পরীক্ষার্থীরা সেখান থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এর আগে CBSE বোর্ডের দ্বারা এই পরীক্ষা সংগঠিত হত। তবে ২০১৯ থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই পরীক্ষাগুলি নেবে।
যাঁরা JEE (Main)-এ উত্তীর্ণ হবেন তাঁরা অ্যার্কিটেকচারালের বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পাবেন, পাশাপাশি দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IITs)-র ভর্তির পরীক্ষা JEE Advanced-এ বসারও সুযোগ পাবেন তাঁরা। যে সমস্ত প্রার্থীরা সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ডের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহন করবেন তাঁদের দ্বাদশ শ্রেণিতে অন্তত ৭৫ শতাংশ নম্বর বা তার সমতুল পরীক্ষায় টপ ২০ পার্সেনটাইল পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রবেশিকায় বসার জন্য। SC/ST প্রার্থীদের দ্বাদশ শ্রেণিতে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে।
আরও পড়ুন: WBJEE 2019: জয়েন্টে বসার পরিকল্পনা রয়েছে? জেনে নিন বিস্তারিত তথ্য
জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন JEE (Main) অ্যাডমিট কার্ড
Step 1: ওপরের দেওয়া ওয়েবসাইটে লগ ইন করুন
Step 2: ‘Download admit card’ লেখা লিঙ্কে ক্লিক করুন
Step 3: অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিন
Step 4: লগ ইন করুন
Step 5: স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখাবে
Step 6: ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে রাখুন
B.Arch, B.Planning সহ আর্কিটেকচারাল কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রার্থীদের অঙ্ক মূল বিষয় হিসেবে নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। এর আগে আর্কিটেকচারাল কলেজের NATA প্রবেশিকা পরীক্ষায় কলা বিভাগের পড়ুয়ারাও বসতে পারতেন।
৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। ইতিমধ্যেই প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী JEE Mains, ২০১৯-এর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন জমা করেছেন।
একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে ২০১৯-এর পরীক্ষায়। একাধিক পরীক্ষার তারিখের মধ্যে যে কোনও একটি তারিখ বাছতে পারেন পরীক্ষার্থীরা। পাশাপাশি যদি কোনও পরীক্ষার্থী JEE (Main) এবং NEET-এর পরীক্ষায় দুবার বসে খাকেন সে ক্ষেত্রে তাঁর সেরা নম্বরটিই যোগ করা হবে।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েরেকর টুইট করে জানিয়েছিলেন, একটি পরীক্ষায় উত্তীর্ণ না হলেও যাতে পরীক্ষার্থীদের এক বছর সময় নষ্ট না হয়, সে কারণেই বছরে দুবার পরীক্ষা নেওয়া হবে।
Read the full story in English