NID admit card: ন্যাশনাল ইনস্টিটিউ অফ ডিজাইন-এর প্রবেশিকা ডিজাইন অ্যাপ্টিটিউড টেস্ট (DAT) প্রিলিমস হবে আগামী ৬ জানুয়ারী, ২০১৯ (রবিবার)। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হল http://www.admissions.nid.edu। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মাস্টার অফ ডিজাইন (MDes), ব্যাচেলর অফ ডিজাইন (BDes) এবং গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম ইন ডিজাইন (GDPD) নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন।
কুরুক্ষেত্র, ভোপাল, জোড়হাট সহ NID -এর সমস্ত ক্যাম্পাসের জন্য আবেদন করতে পারবে যোগ্য প্রার্থীরা। পরীক্ষার দিন অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে পরীক্ষার্থীদের। ২০১৯-২০ শিক্ষাবর্ষের জন্য হবে এই পরীক্ষা।
আরও পড়ুন: ডাউনলোড করুন JEE মেইন-এর অ্যাডমিট কার্ড
জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন NID অ্যাডমিট কার্ড
Step 1: অফিসিয়াল ওয়েবসাইট – http://www.admissions.nid.edu-তে যান
Step 2: হোম পেজে ‘log-in to download admit card’ লেখা লিঙ্কে ক্লিক করুন
Step 3: লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিন এবং লগ ইন করুন
Step 4: অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এবং প্রিন্টআউট নিন
NID ওয়েবসাইটে স্নাতক এবং স্নাতকোত্তর দুই স্তরেরই গত বছরের পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। আবেদনের যোগ্যতা, পাঠক্রম দুটি স্তরের ক্ষেত্রেই আলাদা। তবে BDes এবং GDPD এই দুই স্তরে ভর্তির জন্য সব নিয়ম এক। MDes এর প্যাটার্ন এবং শিক্ষাগত যোগ্যতা ভিন্ন।
DAT প্রিলিমস: আগের বছরের পেপার ডাউনলোড করুন
Step 1: বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.admissions.nid.edu-এ যান
Step 2: হোমপেজের ওপর ডাউনলোড লেখা লিঙ্কে ক্লিক করুন
Step 3: ড্রপ ডাউন মেনুতে ‘DAT prelims 2018 test paper’-এর ওপর ক্লিক করুন (click on B.Des/GDPD or M.Des)
Step 4: ক্লিক করুন এবং আগের বছরের পেপার ডাউনলোড করুন