Advertisment

WB Madhyamik Result 2023: রাত পেরলেই মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন কোন ওয়েবসাইটে জানা যাবে ফলাফল?

WBBSE Madhyamik Result 2023 Date: শুধু ওয়েবসাইট নয়, কীভাবে এসএমএস এর মাধ্যমে জানবেন ফলাফল? দেখে নিন

author-image
IE Bangla Web Desk
New Update
WB Madhyamik Result 2023 | WB Board 10th Result 2023 | West Bengal 10th Result

WBBSE মাধ্যমিক ফলাফল 2023

WB Board 10th Result 2023: আর মাত্র কিছু ঘণ্টা। আগামীকাল, শুক্রবার হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। এবারও প্রতিবারের মত সকাল ১০টায় হতে চলেছে আনুষ্ঠানিক ফলপ্রকাশ। ১২টা থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে ফল।

Advertisment

রেজাল্ট জানার জন্য আবশ্যিক যে দুটি বিষয়, সেটি হল রোল নম্বর এবং জন্মতারিখ। এই দুটি দিয়েই ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।

কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে?

মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটেই হবে ফলপ্রকাশ।

wbresults.nic.in

Wbchse.nic.in

wbbse.org --- এই নির্দিষ্ট সাইটগুলো থেকেই পরীক্ষার্থীরা জানতে পারবে ফলাফল।

কীভাবে জানা যাবে?

অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে : অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বলে একটি অপশন থাকবে। সেখানে ক্লিক করলেই, login করতে বলা হবে। সেখানে রোল নম্বর এবং সঠিক জন্মতারিখ দিলেই সাবমিট করতে হবে। জানা যাবে ফলাফল।

• অবশ্যই একটি প্রিন্ট আউট করে নেওয়া দরকার।

এসএমএস এর মাধ্যমে : মোবাইলের sms এর মাধ্যমেও জানা যাবে রেজাল্ট। কী করতে হবে?

WB 10 ( space ) roll number --- পাঠিয়ে দিতে হবে ৫৬০৭০ অথবা ৫৬২৬৩ নম্বরে।

এবারও প্রতিবারের মত, রেজাল্টের আগেই আগামী বছরের পরীক্ষার তারিখ ঘোষণা করে দেওয়া হবে। এবছ, মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কমেছিল। করোনা আবহের পর, এবারও কিন্তু বেশ কিছু নিয়ম ছিল পরীক্ষার ক্ষেত্রে।

Madhyamik Exam 2023
Advertisment