Advertisment

লকডাউনে শিক্ষার্থীদের সাহায্য করতে নতুন পোর্টাল চালু করল কেন্দ্র

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর মতে এখনও পর্যন্ত ভারতবর্ষে ২০৩১ জনের covid-19 আক্রান্ত হয়েছে তার মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL
করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল কলেজ। কাজেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পড়ুয়াদের।  শুক্রবার , শিক্ষর্থীদের জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক একটি হেল্পলাইন পোর্টাল চালু করেছে। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এর দুই শিক্ষার্থী ইন্টার্ন এই পোর্টাল তৈরি করেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক সর্বভারতীয় শিক্ষার্থীদের জন্য লঞ্চ করেন পোর্টালটি।
Advertisment
এই পোর্টালটি মূলত যারা সাহায্য করতে চায় এবং যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে তাদের জন্য তৈরি করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে থাকার জায়গা, খাবার, বিভিন্ন বিষয়ে ক্লাস-পরীক্ষা, স্বাস্থ্য, পরিবহন ইত্যাদি ধরনের সাহায্য করতে পারবেন। একই সঙ্গে প্রয়োজনে পোর্টাল মাধ্যমে সাহায্য চাওয়া যাবে।
ইতিমধ্যে ৬৫০০ কলেজ সাহায্যের জন্য এগিয়ে এসেছে। অসুবিধায় থাকা শিক্ষার্থীরা এই পোর্টালের মাধ্যমে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর মতে এখনও পর্যন্ত ভারতবর্ষে ২০৩১ জনের covid-19 আক্রান্ত হয়েছে তার মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona
Advertisment