Advertisment

পরীক্ষাহলে সাদা জলের বোতল, কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হল উচ্চমাধ্যমিক

২০২১-এ করোনার মধ্যে মাধ্যমিক, এটাই জীবনের বড় পরীক্ষা...কেম্ন অনুভূতি তাঁদের?

author-image
Anurupa Chakraborty
New Update
HS, HS starts today, HS from today, HS west bengal, HS 2023, HS west bengal starts today, WBCHSE, west bengal HS exam

পরীক্ষার আগে হাসিমুখে পড়ুয়ারা

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংসদের তরফে বেশ কিছু নিত্যনতুন নিয়ম রাখা হয়েছে এবছর। বিশেষ করে এবছর, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাদের এটাই বড় পরীক্ষা। এর আগে মাধ্যমিকের সময় করোনা মহামারীর প্রকোপে হোম সেন্টারে পরীক্ষা দিয়েছিলেন তাঁরা।

Advertisment

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী, আজ সকাল ৯টার মধ্যেই পরীক্ষার্থীরা প্রবেশ করে। কিন্তু পরীক্ষা সেন্টার ঘিরে ছিল কড়া সতর্কতা। একেই প্রশ্ন আসার সময় পুলিশি পাহারা, সঙ্গে স্কুল কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায়। পরীক্ষা হলের সামনেও পুলিশ পাহারা। কিন্তু হলে ঢোকার মুখে বেশ কিছু নিয়মাবলী দেখা যায়। ব্যাগ সঙ্গে নিয়ে ঢুকতে মানা করা হয় পরীক্ষার্থীদের।

HS, HS starts today, HS from today, HS west bengal, HS 2023, HS west bengal starts today, WBCHSE, west bengal HS exam
শুরু হল উচ্চমাধ্যমিকঃ এক্সপ্রেস ফটো

অর্থাৎ, কেবলমাত্র বোর্ড, স্কেল, পেনসিল বক্স সঙ্গে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নিয়ে ঢোকার অনুমতি মেলে। শুধু তাই নয়, স্কুলের দরজায় পড়ুয়াদের অ্যাডমিট কার্ড সঙ্গে রয়েছে কিনা চেক করে নেওয়া হয়। এবং যেটি বিশেষভাবে এবার বলে দেওয়া হয়েছিল যে সাদা রং ছাড়া অন্য কোনও রঙের জলের বোতল সঙ্গে নেওয়া যাবে না। অর্থাৎ, পরীক্ষায় অসৎ উদ্দেশ্য সফল যাতে না হয় সেই বিষয়টিও দেখা হয়েছে। পড়ুয়াদের সঙ্গে সাদা জলের বোতল রাখাই আবশ্যিক বলে জানানো হয় শিক্ষা সংসদ থেকে।

HS, HS starts today, HS from today, HS west bengal, HS 2023, HS west bengal starts today, WBCHSE, west bengal HS exam
শুরু হল উচ্চমাধ্যমিকঃ এক্সপ্রেস ফটো

এরপর পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা। যদিও পরীক্ষার্থীদের বেশিরভাগই হাসিমুখে পরীক্ষা সেন্টারে প্রবেশ করেছেন। চাপ খুব একটা ছিল না বললেই চলে। নিজেদের মধ্যে আলোচনা এবং আনন্দই চোখে পরে। সংস্কৃত স্কুলের এক ছাত্রের কথায়, "আমাদের মাধ্যমিক পরীক্ষার সময় করোনা ছিল কিন্তু এবার একটু অন্যরকম অনুভূতি। বাবা মায়েরাও এসেছেন। বন্ধুরা একসঙ্গে প্রথম পরীক্ষা দেব। ভাল লাগছে বেশ"! আবার আরেক ছাত্র দিব্যেন্দু সরকারের কথায়, "ছাত্রজীবনে এই পরীক্ষাটি সব বন্ধুরা একসঙ্গে অন্য স্কুলে দিতে এসেছি। প্রস্তুতি ভাল রয়েছে। সামনের দিনের পরীক্ষা গুলো বেশি কঠিন, দেখা যাক"।

HS, HS starts today, HS from today, HS west bengal, HS 2023, HS west bengal starts today, WBCHSE, west bengal HS exam
শুরু হল উচ্চমাধ্যমিকঃ এক্সপ্রেস ফটো

আবার, বাবা মায়েদের মধ্যেও একটা চাপা উত্তেজনা। যেহেতু আজ প্রথম দিন, তাই অনেকেই সঙ্গে এসেছেন। তাঁরা শেষ মুহূর্তে উপদেশও দিয়েছেন। মোট কথা, সব মিলিয়ে এক অন্যধরনের মুহূর্তের সাক্ষী ছিলেন পড়ুয়ারা।

Education HS Exam
Advertisment