Advertisment

West Bengal 12th Exam Date & Time 2020: শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, জেনে নিন রুটিন

West Bengal Uchcha Madhyamik Exam Date 2020: ২০২০ সালের ১২ মার্চ থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। টানা ষোলো দিন ধরে চলবে পরীক্ষা। ২৭ মার্চ শেষ পরীক্ষা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি: পার্থ পাল

West Bengal 12th Exam Date, HS Routine 2020: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনই ঘোষণা করা হয় ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন জানিয়ে দেয় শিক্ষা সংসদ। ২০২০ সালের ১২ মার্চ থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। টানা ষোলো দিন ধরে চলবে পরীক্ষা। ২৭ মার্চ শেষ পরীক্ষা। প্রতিদিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং ভোকেশনাল স্টাডিজ, স্বাস্থ্য এবং শরীর বিদ্যা, মিউজিক এবং ভিজুয়াল আর্টের মতো বিষয়ের জন্য পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা।

Advertisment

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ সংসদের

কবে কোন পরীক্ষা, এক ঝলকে উচ্চমাধ্যমিক'২০ রুটিন

publive-image দেখে নিন কবে কী পরীক্ষা ?

publive-image

আরও পড়ুন: মাধ্যমিকের দিন ঘোষণা করল পর্ষদ, দেখুন পরীক্ষার রুটিন

২/১২/২০১৯ থেকে ২৪/১২/২০১৯ এর মধ্যে থাকবে ল্যাব প্র্যাকটিকাল পরীক্ষার তারিখ। ১৬/১২/২০১৯ থেকে ২৪/১২/২০১৯ মধ্যে হবে বাকি প্র্যাকটিকাল পরীক্ষা। সংসদ থেকে ঘোষণা করা হয়েছে, কোনো কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার উল্লিখিত তারিখ বদল হলে, তা জানিয়ে দেওয়া হবে।

WBCHSE
Advertisment