Advertisment

HS Results 2022: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখায় বড়সড় রদবদল, জানুন সময়সূচী

কখন থেকে দেখা যাবে রেজাল্ট? বিজ্ঞপ্তি দিয়ে জানাল শিক্ষা সংসদ

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

উচ্চ মাধ্যমিকের ফল দেখা যাবে বেলা ১২টা থেকে। শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে এই তথ্য। এর আগে সময় দেওয়া হয়েছিল ১১:৩০। তবে রেজাল্ট বেরনোর দুদিন আগেই এই বদল আনা হয়েছে।

Advertisment

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই ঘোষণা করা হয় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের। তারপর থেকেই দিন গুনছেন পড়ুয়ারা। দু বছর পর এবার অফলাইন মোড অনুসারে পরীক্ষা হয়েছিল। ১০ই জুন সকাল ১১টা থেকে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে। তারপর বেলা ১২টা থেকেই দেখা যাবে নানা ওয়েবসাইটে।

শুধু ওয়েবসাইট নয়, বরং পোর্টাল, এসএমএস এবং প্লে স্টোর থেকে বাংলার শিক্ষা অ্যাপ থেকেও পাওয়া যাবে রেজাল্ট। পরীক্ষার্থীরা নিজেদের ফোন নম্বর এবং রোল রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমেই দেখতে পারবে রেজাল্ট। আগে থেকে রেজিষ্টার করে রাখার কথাও বলা হয়েছে। 

এর আগে পরীক্ষার দিনক্ষণ নিয়েও বারবার রদবদল দেখা গিয়েছিল। রেজাল্ট পাওয়া যাবে ২০ তারিখের পর থেকে। স্কুলের প্রধান শিক্ষক এবং আধিকারিকদের রেজাল্ট সংগ্রহ করার নির্দেশও মিলেছে।

West Bengal WBCHSE results 2022 west bengal higher secondary results 2022
Advertisment