Advertisment

আই এ এস পরীক্ষায় রাজ্যে প্রথম কলকাতার রৌনক, দেশে ১৩

দু বারের চেষ্টার পর, তৃতীয় বার দুর্দান্ত ফলাফলের সঙ্গে আই এ এস পরীক্ষা পাশ করেছে ২৬ বছরের রৌনক।

author-image
IE Bangla Web Desk
New Update
বারুইপুর অগ্নিকান্ড, শর্টসার্কিট না নাশকতা?।। আইএএস-এ তৃতীয়বারে ত্রয়োদশ রৌনক।। দুষ্কৃতী আক্রমণে জখম পুলিশ

আই এ এস পরীক্ষায় দেশের মধ্যে ১৩, ও রাজ্যে প্রথম হয়েছে কলকাতার ছেলে রৌনক আগরওয়াল। দু বারের চেষ্টার পর, তৃতীয় বার দুর্দান্ত ফলাফলের সঙ্গে আই এ এস পরীক্ষা পাশ করেছে ২৬ বছরের রৌনক।

Advertisment

কলকাতার কাশী বোস লেনের বাসিন্দা রৌনক। সেন্ট লরেন্স থেকে পাশ করার পর সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক হন তিনি। এর পাশাপাশি চলতে থাকে তার আই এ এস পরীক্ষার প্রস্তুতি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রৌনক আগরওয়াল বলেন, " এর আগে দুবার দিয়েছি (ইউপিএস সি), কিন্তু প্রথম পরীক্ষায় ভালো ফল হয়নি। এর পর তৃতীয়বারে এক সঙ্গে মেইন ও ইন্টারভিউ পাশ করি। ভালো রেজাল্ট হবে জানতাম, কিন্তু এত ভালো ফল করব, ভাবতে পারিনি। আমার এখন কেমন অনুভব হচ্ছে তা বলে বোঝাতে পারব না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Education
Advertisment