IBPS clerk prelims admit card 2018: শনিবার অর্থাৎ ২৪ নভেম্বর প্রিলিমিনারি ক্লার্ক টেস্টের অ্যাডমিট কার্ড প্রকাশ করে দ্য ইনস্টিটিউশন অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। ইতিমধ্যেই প্রি একজাম ট্রেনিং-এর কল লেটার দিয়ে দিয়েছে IBPS। প্রসঙ্গত, ক্লার্ক পোস্টের জন্য গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ অক্টোবর।
অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ লগ ইন করুন। বিভিন্ন ব্যাঙ্কে মোট ৭,২৭৫ টি শূন্যপদে ক্লার্ক পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
আরও পড়ুন: IBPS PO Prelims Result 2018: আইবিপিএস প্রিলিমিনারির ফলাফল জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে
IBPS clerk prelims admit card 2018, দেখে নিন কীবাবে ডাউনলোড করবেন কল লেটার
Step 1: IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন, ওদের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.ibps.in।
Step 2: হোম পেজের ওপরের দিকে কল লেটার লিঙ্কের ওপর ক্লিক করুন।
Step 3: একটি নতুন পেজ খুলবে, সেখানে ‘Download Pre Exam Training call letter’ লিঙ্কে ক্লিক করুন।
Step 4: রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড এবং ছবিতে দেওয়া ক্যাপচা কোড দিন।
Step 5: “Login” অপশনে ক্লিক করলেই মিলবে কল লেটার।
Step 6: যদি কোনও কারণে প্রার্থী তথ্য দিতে ভুল করেন সেক্ষেত্রে আবার “Reset” বোতামে ক্লিক করুন। পেজ ক্লিয়ার হয়ে যাবে। এরপর ফের নির্ভুল তথ্য দিয়ে লগ ইন করুন।
IBPS-এর প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক পর্যায়ের পরীক্ষাটি হবে কম্পিউটর বেসড। মোট ১০০ নম্বরের অবজেক্টিভ প্রশ্ন দেওয়া হবে সেখানে। সময় ১ ঘণ্টা। তিনটি বিভাগে হবে এই পরীক্ষা, ১. নিউমেরিক্যাল অ্যাবিলিটি (৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন), ইংরাজি ল্যাঙ্গুয়েজ (৩০ নম্বরের ৩০টি প্রশ্ন দেওয়া হবে) এবং রিজনিং অ্যাবিলিটি (৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন দেওয়া হবে)
Read the full story in English