IBPS RRB Result: ফল প্রকাশিত হল ব্যাঙ্কের পরীক্ষার

IBPS RRB Mains Result 2018: আইবিপিএস অফিসার স্কেলে I, II এবং III এর জন্য মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ হল।

IBPS RRB Mains Result 2018: আইবিপিএস অফিসার স্কেলে I, II এবং III এর জন্য মেইন পরীক্ষার ফলাফল প্রকাশ হল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IBPS RRB Result: আইবিপিএস অফিসার স্কেলে I, II এবং III এর জন্য মেইন অর্থাৎ শেষ পরীক্ষার ফলাফল প্রকাশ হল। ফলাফলের খুঁটিনাটি ibps.in এ আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে জানতে পারবেন। প্রার্থী তার রেজিস্ট্রেশন নম্বর / রোল নম্বর এবং পাসওয়ার্ড / জন্ম তারিখ ব্যবহার করে ফলাফল জেনে যেতে পারবেন। অফিসার স্কেল 1 এর জন্য, মেইন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে; প্রাথমিক পরীক্ষার ফলাফল ২০১৮ সালের সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল। অফিসার স্কেল II এবং III পরীক্ষার ফলাফল জানা যাবে। আইবিপিএস পরীক্ষার ফলাফল ২১ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইট মাধেযে জানা যাবে। প্রার্থীরা যারা তাদের ফলাফল জানতে পারছেন না তারা ওয়েবসাইটে উল্লেখ্য ইমেল আইডি মাধ্য়মে জানতে পারবেন।

Advertisment

IBPS RRB PO Officer Result, How to check result

১: আইবিপিএস, www.ibps.in এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন

Advertisment

২: হোম পেজে প্রদত্ত স্কোর লিঙ্কটিতে ক্লিক করুন।

৩: পরবর্তী পৃষ্ঠায়, প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন

৪: আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় বিশদ লিখুন এবং জমা দিন

৫: আপনার আইবিপিএস অফিসার স্কেল I, II এবং III ফলাফলটি পরবর্তী পৃষ্ঠায় দেখুন।