দেশ জুড়ে প্রকাশিত হল আইসিএসই (ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকন্ডারি এডুকেশন) দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণির আইএসসি পরীক্ষায় শীর্ষ স্থানে রয়েছে ২ জন পরীক্ষার্থী। মুম্বইয়ের জুহি রূপেশ কাজারিয়া এবং মনোহর বনশল। ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ১৭ জন। কাঁকুড়গাছি পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের রাজ ঘোষ পেয়েছেন ৯৯.৪ শতাংশ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে রাজ।
ফলাফল জানতে অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, results.cisce.org. -এ লগ ইন করুন। এছাড়া 09248082883 নম্বরে ইউনিক আইডি লিখে মেসেজ করলেও জানা যাবে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর।
দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার ৯৬.৫২ শতাংশ।
আরও পড়ুন, ‘আমাদের বোন ভারতীকে একটু বেশিই ভালবাসতেন মমতাদি’
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার ৯৮.৫৪ শতাংশ। ১০০ শতাংশ নম্বর পেয়ে যুগ্ম ভাবে প্রথম হয়েছে কলকাতার লা মার্টিনিয়র ফর বয়েজ স্কুলের দেবাঙ্গ কুমার আগরওয়াল এবং বেঙ্গালুরুর ভিভা স্বামীনাথন। দ্বিতীয় স্থানেও কলকাতার তিন জন রয়েছে। গার্ডেন হাই স্কুলের অন্বেষা চট্টোপাধ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।
২০১৯ এর আইসিএসসি এবং আইএসসি পরীক্ষায় প্রথম চালু হল কমপার্টমেন্ট পরীক্ষা। অর্থাৎ মন মতো নম্বর না পেলে সেই বছরই আবার পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থী। আগে তার জন্য অপেক্ষা করত এক বছর। আইসিএসই এবং আইএসই দুটি পরীক্ষার পাশের হারেই এগিয়ে রয়েছে মেয়েরা।
Read the full story in English