আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায় দশমের এবং ৪৮ দিনের দ্বাদশের ফলাফল প্রকাশ করা হয়।
কীভাবে জানবেন রেজাল্ট
-বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট http://cisce.org এবং http://results.cisce.org থেকে সরাসরি রেজ়াল্ট দেখে নিতে পারবেন।
-দশম শ্রেণির পরীক্ষার্থীদের ফলাফল দেখার জন্য উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে কোর্স অপশন হিসাবে ‘আইসিএসই’ বেছে নিতে হবে।
- দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ফলাফল দেখতে হলে, একই ওয়েবসাইটে প্রবেশ করে ‘আইএসসি’ কোর্সটি বেছে নিতে হবে।
-কোর্স বেছে নেওয়ার পর পরীক্ষার্থীদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা সাবমিট করতে হবে।
-তথ্য সাবমিট করার পর ফলাফল দেখা যাবে। পড়ুয়ারা ওই পোর্টালের প্রিন্ট অপশনটি বেছে নিলেই রেজ়াল্টের কপি বের করে নিতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও, পরীক্ষার্থীরা DigiLocker অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট তৈরি করে তাদের ফলাফল এবং শংসাপত্র ডাউনলোড করতে পারেন।
DigiLocker-এ কীভাবে ফলাফল দেখবেন?
-DigiLocker-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান results.digilocker.gov.in
-সেখানে ICSE 10th বা ISC 12th লিঙ্কে ক্লিক করুন
-আপনার রোল নম্বর এবং জন্ম তারিখের সাহায্যে লগইন করুন
-এর পরে আপনার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে
-ভবিষ্যতের জন্য এটি ডাউনলোড করতে পারেন
চলতি বছর প্রায় আড়াই লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ICSE দশম শ্রেণির পরীক্ষা ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। যেখানে দ্বাদশ পরীক্ষা অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত।
আইসিএসই দশমে ২০২৪-এ পাশের হার ৯৯.৪৭ শতাংশ। বাংলার পাশের হার ৯৯.২২ শতাংশ। ২০২৩-এ এই পরিসংখ্যান ছিল ৯৮.৯৪ শতাংশ। অন্যদিকে দ্বাদশে পাশের বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৮.১৯ শতাংশ। বাংলার পাশের হার ৯৭.৮০ শতাংশ। গত বছর এই শতাংশ ছিল ৯৬.৯৩ শতাংশ।
এ বছর প্রায় আড়াই লক্ষ্য ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। ICSE দশম শ্রেণির পরীক্ষা ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। যেখানে দ্বাদশ পরীক্ষা অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত।
এবার মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি
ICSE এবং ISC দশম ও দ্বাদশ উভয় ফলাফলেই মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে রয়েছেন। দশমে মেয়েদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ পাশাপাশি ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ। একইভাবে দ্বাদশে মেয়েদের পাশের হার ৯৮.৯২ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ।