গতকাল প্রকাশিত হয়েছে CBSE দশম ও দ্বাদশের ফলাফল। তারপর থেকেই উদ্বেগ ICSE এর ছাত্রদের মধ্যে। কবে বেরোবে ICSE এর ফল?
ইন্ডিয়ান এক্সপ্রেসকে অফিসিয়াল সূত্রে জানানো হয়েছে, এখনও তারিখ নির্ধারিত হয়নি। তবে, প্রকাশিত হলে ছাত্ররা অফিসিয়াল ওয়েবসাইটে দেখা হবে। আজ বেরোনোর কথা ছিল রেজাল্ট, তবে সেটিও সম্ভব হয় নি। তবে, শীঘ্রই ফলপ্রকাশ করা হবে।
তবে, icse এর রেজাল্ট নিয়ে দোনামনায় রয়েছেন পড়ুয়ারা। সূত্রের খবর, আগামীকাল নাকি প্রকাশিত হতে পারে ফলাফল। দুপুর তিনটে থেকেই ফলপ্রকাশ করার খবর রয়েছে। যদিও, কাউন্সিল সূত্রে এখনও কোনও সঠিক ইঙ্গিত মেলেনি।
উল্লেখ্য, আগামী শুক্রবার ফল প্রকাশিত হবে মাধ্যমিকের। সকাল ১০টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট।
কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট?
cisce.org, results.cisce.org.