Advertisment

বিএড পড়ুয়াদের জন্য আজ IGNOU-তে আবেদনের শেষ দিন

বিএড-এর আবেদনের শেষ তারিখটা মিস করেছেন? সুখবর আপনার জন্য। বি.এড (B.Ed) এবং ম্যানেজমেন্ট পোগ্রামের আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IGNOU B.Ed admission 2019: বিএড-এর আবেদনের শেষ তারিখটা মিস করেছেন? সুখবর আপনার জন্য। বিএড (B.Ed) এবং ম্যানেজমেন্ট প্রোগ্রামের আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)। বিএড (B.Ed) এবং ম্যানেজমেন্ট প্রোগ্রামের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১৫ নভেম্বর। তবে সম্প্রতি বোর্ডের তরফে সিদ্ধান্ত নিয়ে তা আজ, ১৮ নভেম্বর অবধি বাড়ানো হয়েছে। আবেদন করার জন্য অনলাইন লিঙ্ক বন্ধ করে দেওয়া হবে আজ মধ্যরাত থেকে। পরীক্ষা হবে আগামী ১৬ ডিসেম্বর। আবেদনের জন্য IGNOU-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন প্রার্থীরা। IGNOU-র অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.ignou.ac.in.

Advertisment

আরও পড়ুন: AIIMS MBBS 2019: পিছিয়ে গেল AIIMS MBBS-এর আবেদন প্রক্রিয়ার তারিখ

অ্যাপ্লিকেশন ফি: আবেদন করতে ১,০০০ টাকা জমা দিতে হবে পড়ুয়াদের। যদি কোনও পড়ুয়া ডাকে আবেদন পত্র পাঠান সে ক্ষেত্রে তাঁকে ১,০৫০ টাকা আবেদন ফি দিতে হবে। IGNOU B.Ed এর সম্পূর্ণ কোর্সটির জন্য ৫০,০০০ টাকা লাগবে।

পরীক্ষার সময়: বিএড কোর্স শেষ করতে সাধারণভাবে দুবছর সময় পাবেন পড়ুয়ারা। এক্ষেত্রে সর্বাধিক পাঁচ বছর সময় দেওয়া হবে তাঁদের। এর বেশি সময় পাবেন না বি.এড পরীক্ষার্থীরা।

শিক্ষাগত যোগ্যতা: পড়ুয়াদের নিদেন পক্ষে বিজ্ঞান বিভাগ/সমাজ বিজ্ঞান/ বানিজ্য বিভাগ/ কলা বিভাগে ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। NCTE অর্থাৎ National Council for Teacher Education-এ মুখোমুখি সাক্ষাৎকার দিয়েই সম্পূর্ণ হবে টিচার এডুকেশন প্রোগ্রাম (teacher education programme)

Read the full story in English 

Education
Advertisment