IGNOU Exam 2018: পিছিয়ে গেল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা

IGNOU December 2018 Exam Postponed: টার্ম এন্ড পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর, ২০১৮ থেকে। বদলেছে অন্যান্য বেশ কিছু তারিখও। দেখে নিন পরীক্ষার পরিবর্তিত সময়সূচি। 

IGNOU December 2018 Exam Postponed: টার্ম এন্ড পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর, ২০১৮ থেকে। বদলেছে অন্যান্য বেশ কিছু তারিখও। দেখে নিন পরীক্ষার পরিবর্তিত সময়সূচি। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IGNOU December Exam 2018

IGNOU Term-End December Exam Gets Postponed: পিছিয়ে গিয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কয়েকটি কোর্সের পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৫ ডিসেম্বর থেকে। তবে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে IGNOU-র তরফে জানানো হয়েছে যে, ওই টার্ম এন্ড পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর, ২০১৮ থেকে। বদলেছে অন্যান্য বেশ কিছু তারিখও। দেখে নিন পরিবর্তিত সূচি।

Advertisment

publive-image বিভিন্ন কোর্সের কবে কী পরীক্ষা দেখে নিন।

অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য়াবলী

Advertisment

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর-এর পরীক্ষার সমসসূচির কোনও বদল হয়নি। ‘OPENMAT-XLIV’ পরীক্ষা হবে আগামী ১৬ ডিসেম্বর। এই সপ্তাহেই ‘OPENMAT-XLIV’ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)। পরীক্ষার্থীরা IGNOU-র অফিসিয়াল ওয়েবসাইট onlineadmission.ignou.ac.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। প্রসঙ্গত, একাধিক বিষয়ে MBA কোর্সের জন্য প্রবেশিকা নেওয়া হবে।

আরও পড়ুন: কীভাবে ডাউনলোড করবেন IGNOU OPENMAT-এর অ্যাডমিট কার্ড, জেনে নিন

জেনারেল অ্যাওয়ারনেস, ইংরাজী ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজিওনিং সম্পর্কিত প্রশ্ন থাকবে IGNOU OPENMAT পরীক্ষায়।

MBA: চার্টার্ড অ্যাকাউন্টেন্সি/কস্ট অ্যাকাউন্টেন্সি/ কোম্পানি সেক্রেটারিশিপে অন্তত ৫০ শতাংশ নম্বর (সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ৪৫ শতাংশ নম্বর) সহ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আবেদনের জন্য কোনও বয়সসীমা নেই।

Specialization Post Graduate Diplomas: অন্তত ৫০ শতাংশ নম্বর এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ যে কোনও বিষয়ে গ্রাজুয়েট (চার্টার্ড অ্যাকাউন্টেন্সি/কস্ট অ্যাকাউন্টেন্সি/কোম্পানি সেক্রেটারিশিপে) পাশ করতে হবে। এ ক্ষেত্রেও আবেদনের জন্য কোনও বয়সসীমা নেই।

Read the full story in English

Education