IGNOU Term-End December Exam Gets Postponed: পিছিয়ে গিয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কয়েকটি কোর্সের পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৫ ডিসেম্বর থেকে। তবে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে IGNOU-র তরফে জানানো হয়েছে যে, ওই টার্ম এন্ড পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর, ২০১৮ থেকে। বদলেছে অন্যান্য বেশ কিছু তারিখও। দেখে নিন পরিবর্তিত সূচি।
বিভিন্ন কোর্সের কবে কী পরীক্ষা দেখে নিন।
অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য়াবলী
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর-এর পরীক্ষার সমসসূচির কোনও বদল হয়নি। ‘OPENMAT-XLIV’ পরীক্ষা হবে আগামী ১৬ ডিসেম্বর। এই সপ্তাহেই ‘OPENMAT-XLIV’ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)। পরীক্ষার্থীরা IGNOU-র অফিসিয়াল ওয়েবসাইট onlineadmission.ignou.ac.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। প্রসঙ্গত, একাধিক বিষয়ে MBA কোর্সের জন্য প্রবেশিকা নেওয়া হবে।
আরও পড়ুন: কীভাবে ডাউনলোড করবেন IGNOU OPENMAT-এর অ্যাডমিট কার্ড, জেনে নিন
জেনারেল অ্যাওয়ারনেস, ইংরাজী ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজিওনিং সম্পর্কিত প্রশ্ন থাকবে IGNOU OPENMAT পরীক্ষায়।
MBA: চার্টার্ড অ্যাকাউন্টেন্সি/কস্ট অ্যাকাউন্টেন্সি/ কোম্পানি সেক্রেটারিশিপে অন্তত ৫০ শতাংশ নম্বর (সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ৪৫ শতাংশ নম্বর) সহ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আবেদনের জন্য কোনও বয়সসীমা নেই।
Specialization Post Graduate Diplomas: অন্তত ৫০ শতাংশ নম্বর এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ যে কোনও বিষয়ে গ্রাজুয়েট (চার্টার্ড অ্যাকাউন্টেন্সি/কস্ট অ্যাকাউন্টেন্সি/কোম্পানি সেক্রেটারিশিপে) পাশ করতে হবে। এ ক্ষেত্রেও আবেদনের জন্য কোনও বয়সসীমা নেই।
Read the full story in English