Advertisment

টাইমসের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা; দেশের সেরা আইআইএসসি বেঙ্গালুরু

বিগত বেশ কিছু বছরের মতো এবারেও শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরু। ২, ৩ এবং ৪ নম্বরে রয়েছে যথাক্রমে আইআইটি ইন্দোর, আইআইটি বম্বে এবং আইআইটি রুরকি। পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটকের জগতগুরু শিবরাত্রিশ্বরা বিশ্ববিদ্যালয়। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতি বছরের মতো ২০১৯-এর বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করল টাইমস ম্যাগাজিন। শিক্ষার মান, গবেষণার সুযোগ, শিক্ষকের যোগ্যতা, মৌলিক গবেষণা ছাড়াও আরও নানা মাপকাঠির ভিত্তিতে তৈরি করা হয় বিশ্ববিদ্যালয়ের তালিকা। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায়।

Advertisment

১) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

তালিকার শীর্ষে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। ইউরোপের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি। ব্রিটেনের সবচেয়ে বড় লাইব্রেরি রয়েছে এখানেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইব্রেরির সংখ্যা শতাধিক। ২০ হাজারের কাছাকাছি পড়ুয়ার সংখ্যা। এদের মধ্যে ৩৫ শতাংশ আন্তর্জাতিক পড়ুয়া।

ক্লিনিকাল, প্রি ক্লিনিকাল, হেলথ এডুকেশন বিভাগে সারা পৃথিবীতে এটি শীর্ষ স্থানেই থাকে। এছাড়া জীব বিজ্ঞান, বাণিজ্য-অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, ভৌত বিজ্ঞান, কলা বিভাগেও এই বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ।

২) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

১২০ টি দেশ থেকে পড়ুয়া আসে কেমব্রিজে। এটি ৮০০ বছরের পুরনো। পৃথিবীর অন্যতম প্রবীণ বিশ্ববিদ্যালয়। কেমব্রিজের অধীনে রয়েছে ৬ টি স্কুল, - কলা বিজ্ঞান, জীব বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং প্রযুক্তি।
৩) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

এর অধীনে রয়েছে ৪০ টি বিভাগ, ৭ টি স্কুল। ১৮৮৫ সালে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়। সিলিকন উপত্যকা তৈরির পেছনে স্ট্যানফোর্ডের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই মুহূর্তে দুনিয়ার সেরা দশ বিলিয়নেয়ার, ১৭ জন নভশ্চর এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।

8) ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)

৫ টা আলাদা আলাদা ভাগ রয়েছে এই স্কুলের। ইঞ্জিনিয়ারিং, কলা বিভাগ, সমাজ বিজ্ঞান, ম্যানেজমেন্ট এবং বিজ্ঞান। অধ্যাপকের সংখ্যা এক হাজার। স্নাতক এবং সান্তকোত্তর স্তরে মোট পড়ুয়ার সংখ্যা ১১ হাজার। ৮৫ জন নোবেলজয়ী, ৫৮ জন বিজ্ঞানে ন্যাশনাল মেডেল জয়ী, ২৯ জন প্রযুক্তিতে ন্যাশনাল মেডেল জয়ী এবং ৪৫ জন ম্যাক আর্থার ফেলো এখানকার প্রাক্তনী।

৫) ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি

টাইমস তালিকায় এর নাম রয়েছে ৫ নম্বরে। বিজ্ঞান এবং প্রযুক্তির গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। তুলনামূলক নতুন এটি। ১৯২০ সালে স্থাপিত। প্রথমে নাম ছিল থ্রুপ বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে নাম পরিবর্তিত হয়। ৩০০ জন অধ্যাপক এবং ৬০০ জন গবেষক রয়েছেন এখানে।

৬) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

৪৫ জন নোবেলজয়ী, ৩০ জন রাষ্ট্রনেতা, ৪৮ জন পুলিতজার প্রাপক এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এর অধীনে রয়েছে ১২টি প্রতিষ্ঠান। রয়েছে ৫ খানা মিউজিয়াম।

তালিকায় প্রথম দশে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর বাকিগুলো হল

৭) প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

৮) ইয়েল বিশ্ববিদ্যালয়

৯) ইম্পেরিয়াল কলেজ লন্ডন

১০) শিকাগো বিশ্ববিদ্যালয়

এ তো গেল সারা দুনিয়ার কথা। দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা কারা? কী বলছে তাইমস গোষ্ঠী? বিগত বেশ কিছু বছরের মতো এবারেও শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরু। ২,৩ এবং ৪ নম্বরে রয়েছে যথাক্রমে আইআইটি ইন্দোর, আইআইটি বম্বে এবং আইআইটি রুরকি। পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটকের জগতগুরু শিবরাত্রিশ্বরা বিশ্ববিদ্যালয়।

Education
Advertisment