Advertisment

আইআইটি খড়গপুর ভারতের এক নম্বর আর্কিটেকচার ইনস্টিটিউট, ঘোষণা করল মন্ত্রক

ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দশে জায়গা করে নিল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) ২০২০-এর তালিকায় প্রথম দশে রয়েছে রাজ্য়ের এই দুই বিশ্ববিদ্য়ালয়ের নাম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবার এইচআরডি মন্ত্রক দ্বারা প্রকাশিত ন্যাশেনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) অনুসারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরকে আর্কিটেকচার ক্ষেত্রে দেশের সেরা ইনস্টিটিউট হিসাবে ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালে এনআইআরএফ-এ আর্কিটেকচার অন্তর্ভুক্ত করার পর থেকে আইআইটি খড়গপুর টানা তিনবা শীর্ষস্থান অর্জন করেছে।

Advertisment

দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যালিকট। এই তিনটি প্রতিষ্ঠানের স্থান এই জায়গাতেই ছিল গত বছরগুলিতে।

Here are the top 10 architecture institutes as per NIRF 2020

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যালিকট
সেন্টার ফর এনভায়রোমেন্টাল প্ল্যানিং এন্ড টেকনোলজি , আহমেদাবাদ
স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচার স্কুল, নয়াদিল্লি
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি শিবপুর
স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচার , ভোপাল
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরপল্লি
স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচার, বিজয়ওয়াদা
জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়াদিল্লি

প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং কাঠামোর আওতায় রেখেছে শিক্ষাদান, পড়ুয়াদের ফলাফল ও সম্পদ, গবেষণা ও পেশাদার অনুশীলন, স্নাতক শ্রেণির ফলাফলের সহ বিভিন্ন পরিসরে মূল্যায়ন। পর্যবেক্ষনের ভিত্তিতে  র‌্যাঙ্কিংয়ের তালিকা তৈরি করা হয়েছে।

অন্যদিকে ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দশে জায়গা করে নিল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) ২০২০-এর তালিকায় প্রথম দশে রয়েছে রাজ্য়ের এই দুই বিশ্ববিদ্য়ালয়ের নাম।

*২০২০-এর শীর্ষস্থানীয় ২৫ টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫ নম্বরে রয়েছে যাদবপুর।

* তালিকার ৭ নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের নাম।

*ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) বেঙ্গালুরু ভারতের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করেছে।

*দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)। (বিস্তারিত পড়ুন-ভারতের সেরা দশে যাদবপুর-কলকাতা, দেখুন বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ তালিকা)

Read the full story in english

IIT IIT Kharagpur
Advertisment