Advertisment

স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় আইআইটি খড়গপুরের 'ফেসবুক লাইভ'

আইআইটি খড়গপুর ইয়ং ইনোভেটর প্রোগ্রাম-এর আওতায় আয়জন করা হয়েছে এই আলোচনা সভা। লাইভ আলোচনায় অংশ নিতে পারবে অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা।

author-image
IE Bangla Web Desk
New Update
iit kharagpur

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি)-খড়গপুরের স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি অনলাইন আলোচনার আয়োজন করেছে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক এক প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের তৈরি করতেই এই অনলাইন আলোচনায় উদ্যোগী হয়েছে আইআইটির ছাত্রছাত্রীরা।

Advertisment

আইআইটি খড়গপুর ইয়ং ইনোভেটর প্রোগ্রাম-এর আওতায় আয়জন করা হয়েছে এই আলোচনা সভা। আয়োজক দলের কাছে নিজেদের প্রশ্ন রাখতে পারবে এ বছরের প্রতিযোগীরা। লাইভ আলোচনায় অংশ নিতে পারবে অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা।

আরও পড়ুন, আইআইএম-জোকার শীর্ষ পদে কেন মার্কিন নাগরিক? চিঠি পাঠাল স্বদেশমন্ত্রক

অনলাইনেই প্রতিযোগী এবং স্কুলের ছাত্রছাত্রীরা প্রশ্ন রাখতে পারবে একে অন্যের উদ্দেশে। ৩১ জুলাই দুপুর ৩টের সময় আইআইটি খড়গপুরের ইয়ং ইনোভেটরস প্রোগ্রাম-এর ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারিত হবে আলোচনা পর্বটি।

স্কুল পড়ুয়ারা নিজেদের প্রশ্ন সরাসরি জিজ্ঞেস করতে পারবে আইআইটি পড়ুয়াদের। ফেসবুক লাইভেই উত্তরও পেয়ে যাবে তাঁরা। বিজ্ঞানের নানা খুঁটিনাটি, এফএকিউ, মডেল প্রেজেন্টেশন ইত্যাদি সম্পরকে আলোচনা হবে এই অনলাইন সেমিনারে।

Read the full story in English

Advertisment