কোভিড-১৯ পরিস্থিতিতে আইআইটির ভর্তির নিয়ম শিথিল করা হল। এদিন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ঘোষণা করে এবছরের জন্য করোনা- লকডাউনের কারণে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার ভর্তির নিয়ম বদল করা হল। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় সফল হলেই আইআইটিতে ভর্তি হতে পারবে ইচ্ছুক পড়ুয়ারা। এক্ষেত্রে দ্বাদশ শ্রেণির মার্কশিট দেখা হবে না।
বোর্ড পরীক্ষায় বহু বিষয় বাতিল হয়ে যাওয়ার কারণে গড়ে নম্বর দেওয়া হয়েছে। তাই সেই নম্বরের ভিত্তিতে ভর্তি, বাতিল করল আইআইটি।
শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক ফলাফল। এর আগে আইসিএসই ও সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। উভয় বোর্ড বেশ কিছু বিষয়ে পরীক্ষা নিতে পারেনি। যে যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছিল, সেই নম্বরের গড় শতাংশ দেওয়া হয়েছে বাতিল হয়ে যাওয়া পরীক্ষায়। মূলত সেই কারণেই, আইআইটি দ্বাদশ শ্রেণির ফলাফলের ভিত্তিতে ভর্তি করবে না।
প্রসঙ্গত, আইআইটিতে ভর্তি হতে গেলে জয়েন্ট এন্ট্রান্স পাস করার পর দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন