ইলেক্ট্রিক বিল জমা দেওযার শেষ তারিখ থেকে শুরু করে ফ্যামিলি ফিজিশিয়ানের ফোন নম্বর, কিংবা নিজের খুদের ক্যারাটে স্কুলের ঠিকানা মনে রাখার পাশাপাশি ননদিনীর ফ্যাশন গাইড। এভাবেই স্টেথোস্কোপ থেকে বুটিক সামলে ঘর কন্য়ার খুঁটিনাটি - দশভূজা হয়ে সবটাই সামলাতে হয় বাড়ির কর্ত্রীকেই। সব কাজ সহজে করতে আপনার স্মার্টফোনকে আরও খানিকটা স্মার্ট করে নিন এখনই। গুগল প্লে স্টোরে গিয়ে অ্যানড্রয়েড বা আইওএস এর জন্য ডাউনলোড করে নিন অ্যাপগুলো।
কলকাতা হেল্পলাইন
পুলিশ, দমকল, রেলওয়ে স্টেশন, চিকিতসক এবং ব্লাডব্যাঙ্কের জরুরি সমস্ত ফোন নম্বর পাবেন এই অ্যাপে। শুধু তাই নয়, শহরের নামী রেস্তোঁরার নম্বর থেকে শুরু করে কাছে-দূরের সফর সংক্রান্ত বিভিন্ন জরুরি তথ্য মিলবে এখানে। এমনকী রাস্তার হদিস পেতে আপনাকে সহায়তা করবে অ্যাপে থাকা গুগল ম্যাপ লঞ্চার।
আপনার সঙ্গী
আপনার নিরাপত্তার অন্যতম নাম কম্প্যানিয়ন অ্যাপ. অ্যাপে লগইন করলে, অ্যাপটি আপনার পছন্দ অনুযায়ী আপনার ফোন কন্টাক্ট থেকে কয়েকটি নম্বর বেছে দেবে আপনার কম্প্যানিয়ন হিসাবে। এবার আপনি যেখানেই যাবেন অ্যাপটি আপনার লাইভ লোকেশন জানাতে থাকবে আপনার কম্প্যানিয়নদের। কোনও কারণে আপনি দৌড়াতে শুরু করলে বা আপনার ফোনটি মাটিতে পড়ে গেলে অ্যাপ মেসেজ করে জানতে চাইবে আপনি ঠিক আছেন কিনা. ১৫ সেকেন্ডের বেশি সময় পরেও অ্যাপ আপনার কোনও প্রতিক্রিয়া না পেলে ততক্ষণাত নোটিফিকেশন পাঠাবে আপনার নির্ধারণ করা কম্প্যানিয়নদের কাছে। এর ফলে সাহায্য পাওযা আরও অনেক বেশি সহজ হবে আপনার পক্ষে। এছাড়াও যেকোনও পরিস্থিতিতে পুলিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই অ্যাপ থেকে। Fightback App, iFollow, Nirbhaya, SafeBridge, SafeTrac, Damini, Scream Alarm এর মতো এমনই অসংখ্য অ্যাপ পাবেন গুগল প্লে স্টোরে খুঁজলে।
তারিখ মনে রাখুন সহজেই
পিরিয়ডের ডেট ভুলে য়ান প্রায়ই। যে কারণে রাস্তাঘাটে অস্বস্তিতে পড়তে হয়¿ এবার থেকে তারিখ মনে রাখতে আপনাকে সাহায্য করবে এই অ্যাপটি। ঋতুচক্রের প্রথম কয়েকমাসের তারিখটা জানান দিন অ্যাপটিকে। এরপর পরবর্তী মাসগুলোয় গড় হিসাবের আগাম নোটিফিকেশন দেবে সে নিজেই। এছাড়াও আপনি আপনার ইচ্ছেমতো কাস্টমাইজ করতে পারেন অ্যাপটি। ঋতুচক্র চলাকালীন আপনার মানসিক অবস্থা, কী কী লক্ষণ দেখা দিচ্ছে ইত্যাদির মতো আরও বিভিন্ন তথ্য লিখে রাখতে পারেন এখানে, যা পরবর্তী মাসগুলোয় আপনাকে সাহায্য করবে।
রঙ বাছুন ইচ্ছেমত
অনলাইন নেলপালিশ অর্ডার করবেন অথচ বুঝতে পারছেননা নেলপালিশের রঙটা আপনার গায়ের রঙের সঙ্গে আদও যামানাবে কিনা¿ গুগল প্লে স্টোরে গিযে ডাউনলোড করে নিন ওপিআই নেইল আর্ট। এবার আপনার হাতের ছবি তুলে যেকোনও নেলপালিশের রঙ নখে পরীক্ষা করে দেখে নিন কোনটা আপনাকে মানাচ্ছে। এছাড়াও দেখেনিন ঠিক কোন ট্রেন্ড চলছে সেই মুহুর্তে বা কোন শেডটি মানাবে নাইট পার্টির জন্য! বিযের দিন সকালের জন্য মানানসই শেডও জানিয়ে দেবে এই অ্য়াপ ।
হিসাবরক্ষক
এসে গেল আপনার ফিনানসিয়াল গাইড। হিসাবরক্ষকও বলতে পারেন। হাজারো ব্যস্ততার মধ্যে বিল দেওয়ার শেষ তারিখ থেকে শুরু করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার সমস্ত আর্থিক হিসাবনিকাশের যাবতীয় খুঁটিনাটি জানতে পারবেন নিন এক ক্লিকেই।
হবু মায়ের জন্য
মাতৃত্ব। প্রতিটা মেয়ের কাজেই অন্যতম বিশেষ অধ্যায়। গর্ভাবস্থা যার প্রথম ধাপ। বিশেষ দেখভালের দরকার এই সময়। সঠিক চিকিতসা, পুষ্টির পাশাপাশি হবু মাযের মনের অবস্থার খেয়াল রাখা দরকার তাঁর পরিবারের। এ সময় হবু মায়ের শারিরীক ও মানসিক পরিবর্তনের নিউ তাই এটি পরগর্ভাবস্থায় আপনাকে সাহায্য করবে অ্যাপটি। গর্ভাবস্থা সংক্রান্ত সমস্ত তথ্য মিলবে বিশেষজ্ঞের পরামর্শ দ্বারা।