Advertisment

IPS Harshvardhan Singh Story: প্রথম চেষ্টাতেই UPSC পাশ, জয়েনিংয়ের আগে সব শেষ, দুর্ঘটনায় নিহত ২৬ বছরের IPS অফিসার

UPSC 2023 Toppers, IPS Harshvardhan Singh Accident News: ইঞ্জিনিয়ারিং করার পর, হর্ষবর্ধন সিং প্রথম চেষ্টাতেই UPSC পাশ করেন। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় ১৫৩তম স্থান পেয়েছেন গোটা দেশে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
IPS Harshvardhan Singh Story: ২০২৩ সালের ব্যাচের আইপিএস অফিসার হর্ষবর্ধন সিং মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত

IPS Harshvardhan Singh Accident News: ২০২৩ সালের ব্যাচের আইপিএস অফিসার হর্ষবর্ধন সিং মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত

IPS Harshvardhan Singh Story: চাকরিজীবন শুরু হওয়ার আগেই শেষ। মাত্র ২৬ বছরেই অকালপ্রয়াণ আইপিএস অফিসারের। ২০২৩ সালের ব্যাচের আইপিএস অফিসার হর্ষবর্ধন সিং মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত। তাঁর পরিবার মূলত বিহারের বাসিন্দা। বর্তমানে তাঁর বয়স ছিল ২৬ বছর। মাত্র আইপিএস হর্ষবর্ধন সিংয়ের বাবা মধ্যপ্রদেশের সিংরাউলি জেলায় অবস্থিত দেবসারের এসডিএম। তাঁর নাম অখিলেশ কুমার সিং।

Advertisment

ইঞ্জিনিয়ারিং করার পর, হর্ষবর্ধন সিং প্রথম চেষ্টাতেই UPSC পাশ করেন। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় ১৫৩তম স্থান পেয়েছেন গোটা দেশে। প্রশিক্ষণ শেষে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুন মায়ের সঙ্গে বেচতেন চুড়ি, প্রবল অর্থকষ্টেও সফল IAS হয়ে সবার অনুপ্রেরণা রমেশ

আইপিএস হর্ষবর্ধন সিং ছিলেন তাঁর বাবা-মায়ের বড় ছেলে। তিনি কর্ণাটকের হাসন জেলায় তাঁর প্রথম পোস্টিংয়ের জন্য যাচ্ছিলেন। হাসন জেলার কিত্তানের কাছে গাড়ির টায়ার ফেটে যায়। এর পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশের একটি বাড়ি ও গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির।

আইপিএস হর্ষবর্ধন সিং মূলত বিহারের বাসিন্দা। তাঁর পৈতৃক নিবাস সহরসা জেলার ফতেপুর গ্রামে। তাঁর ছোট ভাইও UPSC-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। দাদাকে হারিয়ে শোকস্তব্ধ ভাই।

আরও পড়ুন জানতেন না ইংরাজি, হাজারও বিদ্রুপ সয়ে আজ সফল IAS সুরভী গৌতম, জানুন তাঁর গল্প

হর্ষবর্ধন সিং সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অনড় ছিলেন এবং এই জেদ পূরণ করতে তিনি দুটি সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। পরিবার-পরিজনরা জানিয়েছেন, হর্ষবর্ধন সিং ইঞ্জিনিয়ারিং শেষ করে UPSC-এর প্রস্তুতি শুরু করেছিলেন।

আইপিএস হর্ষবর্ধন সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। আইপিএস হর্ষবর্ধন সিংয়ের ছোট ভাই আদিত্য বর্ধন সিংও আইআইটি থেকে বি টেক করেছেন এবং দিল্লিতে থাকার সময় UPSC-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন ছাড়েন সরকারি চাকরি, কোভিডও বাধা দিতে পারেনি সাফল্যে, জানুন জাগৃতির IAS হওয়ার কাহিনী

upsc Education IPS Road Accident
Advertisment