Advertisment

ISC Results 2024: ISC-তে রাজ্যে সম্ভাব্য প্রথম রীতিশা, তাঁর রিপোর্ট কার্ড দেখলে চমকে যাবেন

ISC topper from West Bengal Ritisha Bagchi: প্রকাশিত হয়েছে সর্বভারতীয় বোর্ড ICSE এবং ISC-র ফলাফল। আর ISC-তে প্রাপ্ত নম্বরের নিরিখে রাজ্যে সম্ভাব্য প্রথম ঠাকুরপুকুরের রীতিশা বাগচি। তবে জোকা বিবেকানন্দ মিশনের এই কৃতী পড়ুয়া আরও একটি তাক লাগানো কাজ করেছেন। কলা বিভাগে ৪০০-র মধ্যে ৩৯৯ পেয়েছেন। এক নম্বর কম হল কীভাবে সেটা নিয়েই প্রশ্ন!

author-image
IE Bangla Web Desk
New Update
ISC Topper West Bengal Ritisha Bagchi

ISC-তে প্রাপ্ত নম্বরের নিরিখে রাজ্যে সম্ভাব্য প্রথম ঠাকুরপুকুরের রীতিশা বাগচি।

ISC topper from West Bengal Ritisha Bagchi: প্রকাশিত হয়েছে সর্বভারতীয় বোর্ড ICSE এবং ISC-র ফলাফল। আর ISC-তে প্রাপ্ত নম্বরের নিরিখে রাজ্যে সম্ভাব্য প্রথম ঠাকুরপুকুরের রীতিশা বাগচি। তবে জোকা বিবেকানন্দ মিশনের এই কৃতী পড়ুয়া আরও একটি তাক লাগানো কাজ করেছেন। কলা বিভাগে ৪০০-র মধ্যে ৩৯৯ পেয়েছেন। এক নম্বর কম হল কীভাবে সেটা নিয়েই প্রশ্ন!

Advertisment

ইতিহাস, সমাজবিজ্ঞান এবং মনস্তত্বে ১০০-র মধ্যে ১০০ পেয়েছেন রীতিশা। শুধুমাত্র ইংরাজিতে ১০০-র মধ্যে ৯৯ পেয়েছেন তিনি। পারফেক্ট ৪০০ থেকে এক নম্বর কম পেয়েছেন। তবে তাতেও তাঁর কৃতিত্ব খাটো করা যাবে না। কোন কোন বিষয় তাঁর পছন্দ, ভবিষ্যতে কী হতে চান সবই জানালেন একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে। বললেন, সব আমার পছন্দের বিষয়। অনেক ছোট থেকেই হিউম্যানিটিজ নিয়ে পড়ব ঠিক করে রেখেছিলাম। আর কিছুই ভাল লাগত না।

তাঁর বিশ্বাস, ভাল করে পড়লে, বিষয় যাই হোক নম্বর ভাল পাওয়া যায়। আগামীতে ইতিহাস নিয়ে পড়তে চান রীতিশা। তার পর সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে চান। লেখালেখি করতে ভালবাসেন। ভবিষ্যতে সেটা নিয়েই এগোতে চান।

আরও পড়ুন ICSE ISC Result 2024 (Out): সাড়াজাগানো ফল মেয়েদের! রেজাল্ট জানবেন কোন সাইটে?

কীভাবে এত নম্বর এল, সেই রহস্য ফাঁস করেছেন রীতিশা। বলেছেন, ভালবেসে পড়তে হবে। পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়। ভালভাবে জানার জন্য পড়তে হবে। তাহলেই ভাল নম্বর আসবে। নতুন জিনিস জানার আগ্রহে পড়তে হবে, তাহলেই বেশি জানার আগ্রহ আসবে।

এবছর ISC-তে রাজ্যে পাশের হার ৯৭.৮০ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯৮.৮৬ শতাংশ। ছেলেদের হার ৯৬.৮৮ শতাংশ। দশম এবং দ্বাদশে সর্বভারতীয় স্তরে পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা।

Board Exam West Bengal board result ISC Exam
Advertisment