/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/jadavpur-university.jpg)
যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১৬টি ইঞ্জিনিয়রিং শাখার মধ্যে অধিকাংশই চাইছে ৯০ শতাংশ আসন সংরক্ষিত হোক রাজ্যের পড়ুয়াদের জন্য।
ইঞ্জিনিয়রিং বিভাগের ডিন চিরঞ্জীব ভট্টাচার্য এই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "অধিকাংশ ইঞ্জিনিয়রিং শাখাই পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য ৯০ শতাংশ আসন সংরক্ষণের পক্ষে। বিষয়টি একজিকিউটিভ কাউন্সিলকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে"।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসও জানিয়েছেন প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনেই সিদ্ধান্ত নেবে একজিকিউটিভ কাউন্সিল।
ইঞ্জিনিয়রিং বিভাগের ডিন চিরঞ্জীব বাবু জানিয়েছেন, "রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষণের দাবি দীর্ঘ দিনের। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং অধ্যাপক সবাই সেরকমই চান। শিবপুরের আইআইইএসটি, চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়েও এরকমটাই হয়"।
আরও পড়ুন, স্বাধীনতা উদযাপিত হোক, কিন্তু দেশ ভাগের হাহাকার যেন না ভোলে এই শহর
রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন স্বশাসিত বিশ্ববিদ্যালয় হওয়ায়, রাজ্য সরকার এতে হস্তক্ষেপ করতে পারে না, শুধুমাত্র পরামর্শ দিতে পারে। আধিকারিকের কথায়, "এটি স্বশাসিত স্টেট ইউনিভার্সিটি। ভর্তির প্রক্রিয়া, প্রশাসনিক নিয়ম বিশ্ববিদ্যালয়ের ওপরেই নির্ভর করছে। বিষয়টি নিয়ে মন্তব্য করতে নারাজ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
৯০ শতাংশ আসন রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষিত হলে মেধার সঙ্গে যে আপোষ করতেই হবে, সেটা মেনে নিচ্ছেন ডিন চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর যুক্তি, "বছরে ২০০০টাকা টিউশন ফি দিয়ে দেশের আর কোথাও ইঞ্জিনিয়রিং পড়ানো হয় না। রাজ্য সরকার এমন সুযোগ দিলে রাজ্যের পড়ুয়াদেরই সেটা পাওয়া উচিত"।