Advertisment

JEE Advanced AAT 2020: অ্যাপ্টিটিউড পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করল আইআইটি

IIT-Delhi JEE Advanced AAT 2020:কেবলমাত্র  JEE Advanced যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা Architecture Aptitude Test (AAT)) এর জন্য আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IIT-Delhi JEE Advanced AAT 2020- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লি ৮ অক্টোবর থেকে  JEE Advanced Architecture Aptitude Test (AAT 2020)  আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং ৮ October অক্টোবর শেষ হবে। প্রার্থীরা ওয়েবসাইট-jeeadv.ac.in. মাধ্যমে আবেদন করতে পারবেন।

Advertisment

সমস্ত আইআইটিতে AAT 2020 পরিচালিত হবে। তিন ঘন্টা দীর্ঘ পরীক্ষায় কেবল ইংরেজিতে প্রশ্ন থাকবে এবং এটি আইআইটি-তে আর্কিটেকচার কোর্সে ভর্তির প্রবেশিকা। কেবলমাত্র  JEE Advanced যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা Architecture Aptitude Test (AAT)) এর জন্য আবেদন করতে পারবেন। এই পরীক্ষার নম্বরের ভিত্তিতে  আইআইটি-বিএইচইউ, আইআইটি-রুরকি এবং আইআইটি-খড়গপুর সহ সমস্ত আইআইটিতে BArch কোর্সের জন্য ভর্তি হতে পারবে।

IIT-Delhi JEE Advanced AAT 2020: How to apply

১) সরকারী ওয়েবসাইট jeeadv.ac.in দেখুন

২) নিবন্ধকরণ লিঙ্কে ক্লিক করুন

৩) প্রদত্ত ক্ষেত্রগুলিতে আপনার বিশদ লিখুন

৪) রেজিস্ট্রেশনের ফি পে করুন

৫) ফর্ম জমার জন্য প্রদত্ত জাগায় ক্লিক করুন

৬) ভবিষ্যতে প্রয়োজনের জন্য আপনার অ্যাপ্লিকেশনটির একটি প্রিন্ট ডাউনলোড করে নিন। প্রয়োজনে প্রিন্ট করাতে পারেন।

 JEE Advanced  ২৭ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জেইই মেইনের শীর্ষস্থানীয় আড়াই লাখ প্রার্থীরা কেবল  JEE Advanced এর জন্য আবেদন করতে পারবেন।

এই বছর, আইআইটিতে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণির ফলাফল লাগবে না। এর আগে, জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করতে হবে।

Read the full story in English

Jee
Advertisment