Advertisment

জয়েন্ট মেইন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়মাবলী

উল্লেখ্য, পেন নিজের হতে হবে। মাস্ক ও স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনেক বিতর্কের পর, জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা (জেইই- মেইন) ভারত জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে। মোট ৮.৫৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে। এই বছর, করোনাভাইরাস মহামারীজনিত কারণে বিশেষ সতর্কতার মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisment

পরীক্ষার পরিচালনা কমিটি, জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে ৬৬০ করা হয়েছে। এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয়, প্রতি রুমে পরীক্ষার্থী সংখ্যা কম থাকবে। দূরত্ব বজায় রেখে বসানো হবে পরীক্ষার্থীদের। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়মেও আনা হয়েছে বদল।

কীভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন পরীক্ষার্থীরা ?

১) সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করা শুরু করবে।

২) পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপা হবে।

৩) তাপমাত্রা যদি (<37.4°C/99.4°F) থাকে তালে তাদের প্রথামে আইসোলেশন ঘরে পাঠিয়ে দেওয়া হবে। এরপর চলবে ডকুমেন্ট ভ্যারিফিকেশন। এই সমস্ত পদ্ধতি হবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্য়ে। এই সময়ের মধ্যে তাপমাত্রা নেমে গেলে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতী দেওয়া হবে। আর তা যদি না হয়, তাহলে পৃথক রুমে বসে পরীক্ষার ব্যবস্থা থাকবে।

এরপর যা নিয়ম তা একই থাকবে, অ্যাডমিট কার্ড ও রোল নম্বর দেখে যথা স্থানে পরীক্ষা দিতে বসতে হবে।

বেরোনোর সময়ও দুরত্ব বজায় রেখে ধাপে ধাপে ছাত্র ছাত্রীদের বের করা হবে। পাঁচ জন করে।

উল্লেখ্য, পেন নিজের হতে হবে। মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে।

Read the full story in English

JEE Main
Advertisment