পরীক্ষার্থীদের বেশি করে সুযোগ করে দিতেই চলতি বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে জয়েন্ট পরীক্ষা হবে। অর্থাৎ বছরের চারবার হবে জয়েন্ট পরীক্ষা। শেষ পরীক্ষা হওয়ার ৪-৫ দিন পরেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রথম দফার পরীক্ষা হবে ২৩-২৬ ফেব্রুয়ারি। বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার (জেইই-মেন) অনলাইনে আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা jeemain.nta.nic.in সাইটে নিয়ে আগামী বছরের প্রথম পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। নয়া বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
জয়েন্টে ১৩ টি ভাষায় পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা।প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ৩ টে থেকে ৬টা। সব কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা হবে অনলাইনে (ব্য়াতিক্রম বি আর্ক)। পরীক্ষার্থীদের ৯০টি প্রশ্নের মধ্যে ৭৫টির উত্তর দিতে হবে। বাকি ১৫টির জন্য কোনও নেগেটিভ মার্কিং থাকবে না বলেও জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
উল্লেখযোগ্য বিষয় হল, কোনও পরীক্ষার্থী চারবার জয়েন্ট পরীক্ষা দিলে তাঁর সর্বোত্তম ফলাফলটি বিবেচনা করা হবে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন