আগামী এপ্রিলে হতে চলা জেইই মেইন্স ২০২০ এর জন্য আবেদন করেছেন? কিন্তু ছবিটাই আপলোড হয়নি? আজ থেকেই উইন্ডো চালু হয়েছে তার জন্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আগামী ৮ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত আবার ভুল শুধরোনোর সুযোগ দেবে।
Advertisment
জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in, jeemain.nta.nic.in. এ গেলেই যাবতীয় ভুল শুধরে নেওয়া যাবে। মোট ১১ লক্ষ ছাত্রছাত্রী ২০২০ সালের জেইই পরীক্ষার জন্য আবেদন করেছে।
আগে পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়েছিল ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল। তার পরিবর্তে ৫,৭, ৯ এবং ১১ এপ্রিল পরীক্ষা হবে। জেইই মেইন পরীক্ষার ই মেইল আইডি সম্প্রতি বদলে jeemain.nta.nic.in. করা হয়েছে।
ইতিমধ্যে বদলে ফেলা হয়েছে জেইই পরীক্ষার ধরন। প্রতি বিভাগে এ বছর থাকবে ৩০ টি প্রশ্ন। এর মধ্যে ৫ টি অংকের। লম্বা প্রশ্নের জন্য অন্যান্য বছরের মতো থাকবে না নেগেটিভ মার্কিং।
আগামী ৭ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ১৬ মার্চ অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। ফলাফল প্রকাশ হবে আগামী ৩০ এপ্রিল, ২০২০ এর মধ্যে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন