Advertisment

JEE Mains 2019: জয়েন্ট এন্ট্রান্স দ্বিতীয় ধাপের পরীক্ষা, বিশদে জানুন রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য

JEE Mains 2019, phase 2: এই প্রথম দু’ দফায় জি-এর পরীক্ষা হচ্ছে। এর ফলে পরীক্ষার্থীরা যেটিতে বেশি ভালো নম্বর পাবেন সেই নম্বরের ভিত্তিতে  ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
jee mains phase 2 exam 2019

JEE Mains 2019, phase 2:

Advertisment

জয়েন্ট এনট্রান্স (জিইই) মেইনের  প্রথম দফার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে দিন দশেক আগেই। এ বার আসছে দ্বিতীয় দফার পরীক্ষা। পরীক্ষা হবে এপ্রিল মাসে। পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে  হবে। রেজিস্ট্রেশন শুরু হবে ফেব্রুয়ারি ৮ তারিখ থেকে। রেজিস্ট্রেশন চলবে ৭ মার্চ পর্যন্ত। অনলাইনে ছবি আপলোড এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ মার্চ।

এই প্রথম দু’ দফায় জি-এর পরীক্ষা হচ্ছে। এর ফলে পরীক্ষার্থীরা যেটিতে বেশি ভালো নম্বর পাবেন সেই নম্বরের ভিত্তিতে  ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমে। এপ্রিলের ৬ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন, RRB Group D Result 2018-2019: কবে, কখন, কোথায় জানা যাবে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল?

কী ভাবে আবেদন করতে হবে?

জেইই-এর মেইন অফিসিয়াল সাইট jeemain.nic.in যেতে হবে

'অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস লিঙ্ক' এ ক্লিক করতে হবে

প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে আবেদনকারীকে

সাবমিট -এ ক্লিক করতে হবে

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে ডাইনলোড করে ফর্মের প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

পেপার ১ –এ পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল নয় লক্ষ ২৯ হাজার ১৯৮।

নির্ধারিত দিনের ১১ দিন আগেই প্রকাশিত হয়েছে জেইই মেইনস-এর ফলাফল। ১৫ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল পেয়েছে। জেইই মেইনস পরিক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রাজ্য ভিত্তিক মেধা তালিকাও প্রকাশ করেছে। ২০১৯-এর জেইই মেইনস পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৯ হাজার ১৯৮।  দেশ-বিদেশ মিলিয়ে  প্রায় ৪৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। সুষ্ঠ ভাবে পরীক্ষা পরিচালনার জন্য ৫৬৬ জন পরিদর্শক, ২৫৪ জন সিটি কোঅর্ডিনেটর এবং ২৫ জন রাজ্য কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছিল।

Joint Entrance Exam
Advertisment