JEE Mains 2019, phase 2:
জয়েন্ট এনট্রান্স (জিইই) মেইনের প্রথম দফার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে দিন দশেক আগেই। এ বার আসছে দ্বিতীয় দফার পরীক্ষা। পরীক্ষা হবে এপ্রিল মাসে। পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শুরু হবে ফেব্রুয়ারি ৮ তারিখ থেকে। রেজিস্ট্রেশন চলবে ৭ মার্চ পর্যন্ত। অনলাইনে ছবি আপলোড এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ মার্চ।
এই প্রথম দু’ দফায় জি-এর পরীক্ষা হচ্ছে। এর ফলে পরীক্ষার্থীরা যেটিতে বেশি ভালো নম্বর পাবেন সেই নম্বরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমে। এপ্রিলের ৬ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন, RRB Group D Result 2018-2019: কবে, কখন, কোথায় জানা যাবে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল?
কী ভাবে আবেদন করতে হবে?
জেইই-এর মেইন অফিসিয়াল সাইট jeemain.nic.in যেতে হবে
'অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস লিঙ্ক' এ ক্লিক করতে হবে
প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে আবেদনকারীকে
সাবমিট -এ ক্লিক করতে হবে
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে ডাইনলোড করে ফর্মের প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
পেপার ১ –এ পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল নয় লক্ষ ২৯ হাজার ১৯৮।
নির্ধারিত দিনের ১১ দিন আগেই প্রকাশিত হয়েছে জেইই মেইনস-এর ফলাফল। ১৫ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল পেয়েছে। জেইই মেইনস পরিক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রাজ্য ভিত্তিক মেধা তালিকাও প্রকাশ করেছে। ২০১৯-এর জেইই মেইনস পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৯ হাজার ১৯৮। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৪৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। সুষ্ঠ ভাবে পরীক্ষা পরিচালনার জন্য ৫৬৬ জন পরিদর্শক, ২৫৪ জন সিটি কোঅর্ডিনেটর এবং ২৫ জন রাজ্য কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছিল।