/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/exams.jpg)
মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রক (এমএইচআরডি) জয়েন্ট মেইন এবং নিট পরীক্ষার দিন ঘোষণা করবে ৫ মে। মন্ত্রক সূত্র থেকে নিশ্চিত করেছে। লকডাউনের কারণে পরীক্ষা মে-শেষ সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
এর আগে জেইই মেইন ১১ এপ্রিলের মধ্যে হওয়ার কথা ছিল, পাশাপাশি নিট পরীক্ষা ছিল ৩ মে। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ এবং জেই (মেইন) -এর জন্য ৯ লাখ প্রার্থী রয়েছে।
Students, I am hosting a webinar exclusively for you, via my Twitter(@DrRPNishank) & Facebook (@cmnishank) pages.Please Join me on 5th May at 12 noon!
Till then keep sharing your concerns with me using #EducationMinisterGoesLive. I will be happy to address all your queries ! pic.twitter.com/Tl9noeqK3z— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 1, 2020
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য ৫ মে অনলাইনে তাদের সঙ্গে কথোপকথন করবেন। শনিবার টুইটারে মন্ত্রী বলেন, "শিক্ষার্থীরা, আমি আমার টুইটার (@ ডিআরআরপি নিশঙ্ক) এবং ফেসবুক (@ সিমনস্ক্যাঙ্ক) পেজগুলির মাধ্যমে ৫ মে দুপুর ১২ টার সময় লাইভ শুরু হবে। সেখানে তোমরা যোগদান করতে পারো। #EducationMinisterGoesLive ক্লিক করতে পারেন। আপনার সমস্ত প্রশ্নের সমাধান দিতে পেরে আমি খুশি হব! "
JUST IN: HRD Minister Ramesh Pokhriyal will announce fresh dates for JEE (MAIN) & NEET on May 5.
The entrace tests were deferred because of the govt-mandated lockdown @IndianExpress— Ritika Chopra (@KhurafatiChopra) May 3, 2020
Read the full story inEnglish