Advertisment

জয়েন্ট নিট পরীক্ষার দিন ঘোষণা হতে পারে ৫ মে: মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য অনলাইনে তাদের সঙ্গে কথোপকথন করবেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। জেনে নিন কবে?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রক (এমএইচআরডি) জয়েন্ট মেইন এবং নিট পরীক্ষার দিন ঘোষণা করবে ৫ মে। মন্ত্রক সূত্র থেকে নিশ্চিত করেছে। লকডাউনের কারণে পরীক্ষা মে-শেষ সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

Advertisment

এর আগে জেইই মেইন ১১ এপ্রিলের মধ্যে হওয়ার কথা ছিল, পাশাপাশি নিট পরীক্ষা ছিল ৩ মে। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ এবং জেই (মেইন) -এর জন্য ৯ লাখ প্রার্থী রয়েছে।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য ৫ মে অনলাইনে তাদের সঙ্গে কথোপকথন করবেন। শনিবার টুইটারে মন্ত্রী বলেন, "শিক্ষার্থীরা, আমি আমার টুইটার (@ ডিআরআরপি নিশঙ্ক) এবং ফেসবুক (@ সিমনস্ক্যাঙ্ক) পেজগুলির মাধ্যমে ৫ মে দুপুর ১২ টার সময় লাইভ শুরু হবে। সেখানে তোমরা যোগদান করতে পারো। #EducationMinisterGoesLive ক্লিক করতে পারেন। আপনার সমস্ত প্রশ্নের সমাধান দিতে পেরে আমি খুশি হব! "

Read the full story in English

JEE Main
Advertisment