জয়েন্ট নিট পরীক্ষার দিন ঘোষণা হতে পারে ৫ মে: মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য অনলাইনে তাদের সঙ্গে কথোপকথন করবেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। জেনে নিন কবে?

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য অনলাইনে তাদের সঙ্গে কথোপকথন করবেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। জেনে নিন কবে?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রক (এমএইচআরডি) জয়েন্ট মেইন এবং নিট পরীক্ষার দিন ঘোষণা করবে ৫ মে। মন্ত্রক সূত্র থেকে নিশ্চিত করেছে। লকডাউনের কারণে পরীক্ষা মে-শেষ সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

Advertisment

এর আগে জেইই মেইন ১১ এপ্রিলের মধ্যে হওয়ার কথা ছিল, পাশাপাশি নিট পরীক্ষা ছিল ৩ মে। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ এবং জেই (মেইন) -এর জন্য ৯ লাখ প্রার্থী রয়েছে।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য ৫ মে অনলাইনে তাদের সঙ্গে কথোপকথন করবেন। শনিবার টুইটারে মন্ত্রী বলেন, "শিক্ষার্থীরা, আমি আমার টুইটার (@ ডিআরআরপি নিশঙ্ক) এবং ফেসবুক (@ সিমনস্ক্যাঙ্ক) পেজগুলির মাধ্যমে ৫ মে দুপুর ১২ টার সময় লাইভ শুরু হবে। সেখানে তোমরা যোগদান করতে পারো। #EducationMinisterGoesLive ক্লিক করতে পারেন। আপনার সমস্ত প্রশ্নের সমাধান দিতে পেরে আমি খুশি হব! "

Advertisment

Read the full story in English

JEE Main