ঘোষিত হল জয়েন্ট মেইন ও নিট পরীক্ষার দিন। মঙ্গলবার সোশাল মিডিয়া মারফত অনলাইনে শিক্ষর্থীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। এদিন তিনি ঘোষণা করেন, জুলাইয়ের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে নেওয়া হবে জয়েন্ট মেইন পরীক্ষা। ২৬ জুলাই হবে নিট পরীক্ষা। একইসঙ্গে, জয়েন্ট অ্যাডভান্স পরীক্ষার সময় ঘোষণা করেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরায়েল 'নিশঙ্ক'।
দুপুর ১২ টার সময় মন্ত্রী নিজের অফিসিয়াল পেজ থেকে লাইভে আসেন। সেখানে তিনি ছাত্র ছাত্রীদের নানা ধরণের সমস্যার কথা শোনেন এবং যতটা সম্ভব তার সমাধান সূত্র বের করেন। এখানেই তিনি জানান, জয়েন্ট ও নিট পরীক্ষার সম্ভাব্য তারিখের কথা। সবকিছু ঠিক থাকলে ও পরিস্থিতি স্থিতিশীল হলে আগামী জুলাই মাসেই হবে পরীক্ষা। তিনি জানান, জয়েন্ট অ্যাডভান্স পরীক্ষা হবে ২৮ তারিখ।
আরও পড়ুন: শিক্ষাবর্ষ ২০২০: লকডাউনের পর কেমন হবে বিশ্ববিদ্যালয় ও কলেজে পঠনপাঠন?
গত সপ্তাহে শনিবার টুইটারে মন্ত্রী বলেছিলেন, “শিক্ষার্থীরা, আমি আমার টুইটার (@ ডিআরআরপি নিশঙ্ক) এবং ফেসবুক (@ সিমনস্ক্যাঙ্ক) পেজগুলির মাধ্যমে ৫ মে দুপুর ১২ টার সময় লাইভ শুরু হবে। সেখানে তোমরা যোগদান করতে পারো #EducationMinisterGoesLive ক্লিক করতে পারেন। আপনার সমস্ত প্রশ্নের সমাধান দিতে পেরে আমি খুশি হব! ” ঠিক সেই মতই আজ সোশাল মিডিয়া মারফত শিক্ষার্থাদের কাছে হাজির হন।
আরও পড়ুন:পরিস্থিতি স্বাভাবিক হলেই মাধ্যমিকের ফলাফল, জুনে উচ্চমাধ্যমিক: পার্থ চট্টোপাধ্যায়
ন্যাশেনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) ২০২০ পরীক্ষার দিন ছিল ৩ মে। পরীক্ষা স্থগিত হওয়ার পর মানবসম্পদ উন্নয়ন বিভাগের তরফে জানানো হয়েছিল, মে মাসের শেষ সপ্তাহে নিট পরীক্ষা হবে। একইসঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শেষ সপ্তাহে। যা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল। সম্প্রতি সেই তারিখ পিছিয়ে জুলাই মাসে দিন নির্ধারিত হয়েছে।