সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০১৮-র উত্তরপত্র প্রকাশিত হয়েছে। দেখে নিন কীভাবে পাবেন
জয়েন্ট এন্ট্রান্স এগজ্যামিনেশন(মেইন) ২০১৮-র সঠিক উত্তরপত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইট: jeemain.nic.in
এই উত্তরপত্র ওই সাইটে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেখা যাবে। এবছর অফলাইনে এই পরীক্ষা হয়েছিল ৮ এপ্রিল। সারা দেশের ১১২টি শহরে পরীক্ষা নেওয়া হয়। অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ এপ্রিল। এবার পরীক্ষার্থী ছিলেন ১০ লক্ষ ৪৩ হাজার।
এবছরের পরীক্ষার প্রশ্নপত্র গত দুবারের মতই মধ্যমানের হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অঙ্ক ও ফিজিক্সের প্রশ্ন তুলনামূলক ভাবে শক্ত ছিল বলে জানিয়েছেন তাঁরা।
উত্তর পত্রটি ডাউনলোড করবেন কিভাবে
লিঙ্কে দেওয়া “display, the challenge of recorded responses, Answer keys” - এ ক্লিক করুন। হিন্দি বা ইংরাজি এই দুই ভাষায় উত্তরপত্র দেখার সুযোগ রয়েছে।
পিডিএফ এ নেওয়া নির্দেশিকা পড়ে নিয়ে ফিরে যান মেইন পেজে
অ্যান্সার কি দেখতে হোম পেজ-এ “View/Challenge – Answer Key of Paper 1” এই লিঙ্কে ক্লিক করুন।
রেকর্ডে থাকা তথ্য দেখতে “View/Challenge of Recorded Responses of Paper 1” লিঙ্কে ক্লিক করুন। (To view the recorded responses, click on “View/Challenge of Recorded Responses of Paper 1”)
এবার রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিওরিটি কোড দিয়ে লগইন করুন।
অ্যান্সার কি বা রেসপন্স শিটটি পরে প্রয়োজন হতে পারে মনে হলে ডাউনলোড করে রাখুন।
যেসব পরীক্ষার্থারী তাঁদের অ্য়ান্সার কি নিয়ে সন্তুষ্ট নন, তাঁরা এ ব্যাপারে অনলাইনেই আপত্তি জানাতে পারবেন। এ ক্ষেত্রে প্রশ্ন পিছু ১০০০ টাকা দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে। এই চ্যালেঞ্জ জানানো যাবে ২৭ এপ্রিল পর্যন্ত। টাকা জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। তবে এ টাকা কোনওমতেই ফেরৎ পাওয়া যাবে না।