নির্ধারিত দিনের ১১ দিন আগেই প্রকাশিত হল জেইই মেইনস-এর ফলাফল। পরীক্ষার্থীরা jeemain.nic.in. ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন ফলাফল। গত বছর পর্যন্ত যে নিয়ম ছিল, এ বছর কিছুটা পালটেছে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল প্রকাশ করার পরিবর্তে এ বছর থেকে চালু হয়েছে পারসেন্টাইলের হিসেব।
১৫ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল পেয়েছে। জেইই মেইনস পরিক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রাজ্য ভিত্তিক মেধা তালিকাও প্রকাশ করেছে। ২০১৯-এর জেইই মেইনস পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৯ হাজার ১৯৮। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৪৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। সুষ্ঠ ভাবে পরীক্ষা পরিচালনার জন্য ৫৬৬ জন পরিদর্শক, ২৫৪ জন সিটি কোঅর্ডিনেটর এবং ২৫ জন রাজ্য কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছিল।