JEE Main 2019 Results: ১০০ পারসেন্টাইল পেল ১৫ জন পরীক্ষার্থী

জেইই মেইনস পরিক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রাজ্য ভিত্তিক মেধা তালিকাও প্রকাশ করেছে।

জেইই মেইনস পরিক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রাজ্য ভিত্তিক মেধা তালিকাও প্রকাশ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
higher secondary examination 2019

উচ্চ মাধ্যমিকে নয়া নিয়ম

JEE Main Result 2019:

Advertisment

নির্ধারিত দিনের ১১ দিন আগেই প্রকাশিত হল জেইই মেইনস-এর ফলাফল। পরীক্ষার্থীরা  jeemain.nic.in. ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন ফলাফল। গত বছর পর্যন্ত যে নিয়ম ছিল, এ বছর কিছুটা পালটেছে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল প্রকাশ করার পরিবর্তে এ বছর থেকে চালু হয়েছে পারসেন্টাইলের হিসেব।

১৫ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল পেয়েছে। জেইই মেইনস পরিক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রাজ্য ভিত্তিক মেধা তালিকাও প্রকাশ করেছে। ২০১৯-এর জেইই মেইনস পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৯ হাজার ১৯৮।  দেশ-বিদেশ মিলিয়ে  প্রায় ৪৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। সুষ্ঠ ভাবে পরীক্ষা পরিচালনার জন্য ৫৬৬ জন পরিদর্শক, ২৫৪ জন সিটি কোঅর্ডিনেটর এবং ২৫ জন রাজ্য কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছিল।

Advertisment

আরও পড়ুন, ‘উনি তো চিরকালই এমন!’ বলছেন পড়ুয়া-প্রাক্তনীরা

কীভাবে ডাউনলোড করবেন রেজাল্ট 

jeemain.nic.in ওয়েবসাইটে যাবেন

‘download results’-এ ক্লিক করুন

রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর দিয়ে submit -এ ক্লিক করুন

কম্পিউটার স্ক্রিনে চলে আসবে আপনার রেজাল্ট

ভবিষ্যতের জন্য রেজাল্ট ডাউনলোড করার পর প্রিন্ট আউট বের করে রাখবেন

Read the full story in English