Advertisment

জেএনইউ-ই দেশের সেরা, ১৮ পড়ুয়া ইউপিএসসিতে সফল হতেই মন্তব্য মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর

মন্ত্রী টুইট করে বলেন , "আমরা সর্বদা বলেছি যে জেএনইউ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমাদের শীর্ষ বিশ্ববিদ্যালয়,"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখড়িয়াল।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে ১৮ জন ছাত্র ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) ভারতীয় অর্থনৈতিক পরিষেবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপরই, জনসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখড়িয়াল শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "অত্যন্ত আনন্দের বিষয় যে মর্যাদাপূর্ণ ভারতীয় অর্থনৈতিক পরিষেবা (আইইএস) পরীক্ষায় মোট ৩২ জন সফল প্রার্থীর মধ্যে ১৮ জনই জেএনইউর শিক্ষার্থী,"। মন্ত্রী টুইট আরও বলেন , "আমরা সর্বদা বলেছি যে জেএনইউ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমাদের শীর্ষ বিশ্ববিদ্যালয়,"।

Advertisment

ইতিমধ্যে, প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ২১ টি খালি পদ সহ ৪৯৫ টি পদের জন্য ২০২০ ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা নেওয়া হয়।

উল্লেখ্য, মুখোশধারীদের ভয়ঙ্কর তাণ্ডব চলে জেএনইউতে। জখম হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী সহ বেশ কয়েকজন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

Read the full story in English 

Education JNU
Advertisment