Advertisment

করোনা পরিস্থিতিতে রামায়ণ থেকে পড়ুয়াদের 'নেতৃত্বের পাঠ' দেবে জেএনইউ

"আমরা এখন কোভিডের সঙ্গে লড়াই করছি, তাই আমাদের ধারণা, এই সময়ে রামায়ণ থেকে নেতৃত্ব পাঠ নেওয়া যথাযথ হবে। এতে কারর বিরোধিতা করার কোনও কারণ দেখছি না। ”

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) খুব শীঘ্রই ‘রামায়ণ থেকে নেতৃত্বের পাঠ’ নিয়ে তা অনলাইন ক্লাসে পড়ানো শুরু করবে। মূলত, করোনা ভাইরাসের সময় কীভাবে মোকাবিলা করতে হবে, তা শেখানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisment

এই ক্লাস গুলি ভার্সিটির স্কুল অফ সংস্কৃত এবং ইন্ডিক স্টাডিজ এবং স্কুল অফ ল্যাঙ্গুয়েজ, সাহিত্য ও সাংস্কৃতিক স্টাডিজের সদস্যদের দ্বারা পরিচালিত হবে। কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে এবং ক্লাস হবে ২ ও ৩ মে বিকেল ৪ টে থেকে ৬টা।

কোর্সটি ঘোষণা করে, জেএনইউয়ের উপাচার্য মামিদালা জগদেশ কুমার তাঁর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে লিখেছেন,"১৯৪৬ সালে রাম সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছিলেন: 'তিনি অদ্বিতীয়। তিনিই একমাত্র মহান। তাঁর চেয়ে মহান কেউ নেই। তিনি চিরকালের, নিরাকার, নিষ্কলঙ্ক। এমনই আমার রাম। তিনিই আমার একমাত্র প্রভু।' রামায়ণের থেকে নেতৃত্বের পাঠ দিচ্ছে জেএনইউ। জেএনইউ-এর সকলকে স্বাগত।"

করোনাভাইরাসের সঙ্গে কী সংযোগ রয়েছে এই বিষয়ের? এই প্রশ্নে জেএনইউ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, “মহাত্মা গান্ধী জোর দিয়েছিলেন , ভগবান রাম কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সত্য, ন্যায়বিচার, এবং সাম্যতা বজায় রাখতে আমাদের শিখিয়েছিলেন, তার প্রতি। আমরা এখন কোভিডের সঙ্গে লড়াই করছি, তাই আমাদের ধারণা, এই সময়ে রামায়ণ থেকে নেতৃত্ব পাঠ নেওয়া যথাযথ হবে। এতে কারর বিরোধিতা করার কোনও কারণ দেখছি না। ”

Read the full story in English

Advertisment