টোকাটুকি রুখতে পরীক্ষার্থীদের মাথায় পরানো হল বাক্স

কলেজের অধ্যক্ষ ঘটনার প্রেক্ষিতে জানিয়েছেন, "আমরা বিহারের এক কলেজ থেকেই অনুপ্রাণিত হয়ে এই ব্যবস্থা নিয়েছিলাম"।

কলেজের অধ্যক্ষ ঘটনার প্রেক্ষিতে জানিয়েছেন, "আমরা বিহারের এক কলেজ থেকেই অনুপ্রাণিত হয়ে এই ব্যবস্থা নিয়েছিলাম"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কর্ণাটকের এক কলেজে গণ টুকলি রুখতে পরীক্ষার্থীদের মাথায় পরানো হল কাগজের বাক্স। হাভেরীর ভগত প্রি ইউনিভার্সিটি কলেজে ঘটেছে এমন ঘটনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

Advertisment

ঘটনার তীব্র সমালোচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার। তিনি বলেন, "এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। মানুষের সঙ্গে বিশেষ করে ছাত্রছাত্রীদের সঙ্গে এই পাশবিক আচরণ করার অধিকার কারোর নেই"।

Advertisment

পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কর্ণাটক প্রশাসন। রাজ্য সরকারের এক আধিকারিক বলেছেন, "তদন্ত সম্পূর্ণ হলে আমরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। ইতিমধ্যে কলজকে নোটিস পাঠানো হয়েছে, উত্তরের অপেক্ষা করছি। উত্তর পেলেই তদন্ত শুরু হবে"।

কলেজের অধ্যক্ষ এমবি সতীশ ঘটনার প্রেক্ষিতে জানিয়েছেন, "আমরা বিহারের এক কলেজ থেকেই অনুপ্রাণিত হয়ে এই ব্যবস্থা নিয়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার প্রশংসাও হয়েছিল খুব। আমরা যা করেছি, পড়ুয়াদের ভালোর জন্যেই করেছি। পরীক্ষা চলার সময় পড়ুয়ারা নিজেদের মধ্যে কথা বলে মনঃসংযোগ নষ্ট করুক, তা আমরা চাইনি। ইতিবাচক এবং নেতিবাচক, দু'ধরণের প্রতিক্রিয়াই পেয়েছি আমরা"।

Read the full story in English