'দুর্ভাগ্য... এর চেয়ে বেদনাদায়ক আর কিছু নেই', সিলেবাস থেকে সাভারকারকে মুছে দেওয়ায় কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গডকরি। তিনি বলেছেন, ‘এর চেয়ে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না’। গড়কড়ি আরও বলেন, ‘সাভারকর ছিলেন একজন সমাজ সংস্কারক এবং একজন দেশপ্রেমিক। এটা খুবই দুর্ভাগ্যজনক যে কর্ণাটকের স্কুলের বই থেকে সাভারকর এবং আরএসএস প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ারের অধ্যায়গুলি মুছে ফেলা হচ্ছে’।
‘বীর সাভারকরের’ একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে সাভারকর এবং তার পরিবার, যারা দেশের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন, তাঁকেই আজ অপমানিত হতে হচ্ছে। সাভারকর চেয়েছিলেন জাতপাত ও সাম্প্রদায়িকতা মুক্ত এক সমাজ। সাভারকর ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তিনি আমাদের সকলের কাছেই এক আদর্শ’।
নাম না করে তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে ডঃ হেডগেওয়ার এবং সাভারকারের অধ্যায়গুলি স্কুলের বই থেকে বাদ দেওয়া হচ্ছে। এর চেয়ে বেদনাদায়ক আর কিছু নেই’। গডকরি এদিনের অনুষ্ঠানে বলেন, ‘দেশের তরুণ প্রজন্মকে সাভকার এবং বিবেকানন্দের আদর্শ সম্পর্কে সচেতন হতে হবে। দেশের জন্য সাভকারের আত্মত্যাগের কথা তরুণদের জানাতে হবে’।
আরও পড়ুন: < ৪০ দিনের হিংসায় ‘টার্গেট’ ধর্মীয় প্রতিষ্ঠান! পুড়ে ছাই প্রায় আড়াইশো গির্জা, ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার? >
কর্ণাটকের কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে স্কুল পাঠ্যক্রম থেকে সাভারকর এবং হেডগেওয়ার সম্পর্কিত অধ্যায়গুলি সরানোর নির্দেশ দেয়। কর্ণাটক মন্ত্রিসভার বৈঠক সর্বসম্মতিক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য কন্নড় এবং সমাজ বিজ্ঞানের পাঠ্যপুস্তকগুলির সংশোধন ইতিমধ্যেই অনুমোদন ক্রা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে, আরএসএস প্রতিষ্ঠাতা হেডগেওয়ার এবং হিন্দুত্ববাদী নেতা সাভারকারের অধ্যায়গুলি সিলেবাস থেকে সরানো হবে।
উল্লেখ্য, কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার আগের বিজেপি সরকারের পাঠ্যক্রম সংস্কারকে বাতিল করে নতুন পাঠ্যক্রমের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সেই প্রস্তাব অনুসারে সিলেবাস থেকে এবার বাদ যেতে চলেছে সাভারকার, হেডগেওয়ার। তার বদলে সিলেবাসে ফিরতে চলেছে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, আম্বেদকরের উপর একটি কবিতা। পাঁচ সদস্যের একটি কমিটি মন্ত্রীসভার প্রস্তাব মেনে পাঠ্যপুস্তক সংশোধন করেছে।
চলতি শিক্ষাবর্ষ থেকেই সংশোধিত পাঠ্যক্রম স্কুলে পড়ানো হবে। শিক্ষামন্ত্রী কুমার বাঙ্গারপ্পা বলেছেন যে পাঠ্য বই সংশোধন করা কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হয়েছে। নেহেরু, আম্বেদকরকে সিলেবাস থেকে বাদ দিয়ে আগের বিজেপি সরকার হেডগেওয়ার, সাভারকারকে সিলেবাসে অন্তর্ভুক্ত করে। তৎকালীন বিজেপি সরকারের এই পদক্ষেপকে ব্যাপক সমালোচনা্র মুখে পড়তে হয়েছিল। একই সঙ্গে কংগ্রেস সরকার ক্ষমতায় এসে আগের বিজেপি সরকারের ধর্মান্তরকরণ আইনও বাতিল করেছে।