মাধ্যমিকে কলকাতা থেকে প্রথম শ্রীজা উপাধ্যায়। পাশের নিরিখে কলকাতা রয়েছে দশ নম্বরে। শ্রীজা যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী। রেজাল্ট জানতে পেরে উচ্ছ্বসিত পড়ুয়া।
আশাই করেন নি এত ভাল রেজাল্ট! তাঁর কথায়, "এতটা ভাল ভাবতে পারিনি"। শ্রীজা নিজেও ইকো স্ট্যাট এর ছাত্রী। অর্থনীতিতে এত নম্বর পাবেন, যেন আশাও করতে পারিনি। পরবর্তীতে স্ট্যাট নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তাঁর। শুধু তাই নয়, শহর কলকাতার নামজাদা কলেজে পড়তে চান তিনি।
আরও পড়ুন < WBCHSE HS Result 2023 Declared: দিনে চার ঘণ্টা পড়েই উচ্চমাধ্যমিকে প্রথম, কোন বিষয়ে ঝোঁক শুভ্রাংশুর? >
বাড়িতে ছিল টিউশন, সমস্ত সাবজেক্টের একজন করে শিক্ষক থাকলেও ইংরেজি পড়তেন মায়ের কাছে। সামনের দিনে জেনারেল লাইনে অনার্স করতে চান শ্রীজা। স্কুলের থেকেও বিরাট সাহায্য পেয়েছেন তিনি। ইচ্ছে রয়েছে ডেটা সাইন্টিস্ট হওয়ার। দিদির থেকেই অনুপ্রেরণা পেয়েছেন এই বিষয়ে পড়ার।
উল্লেখ্য, কলকাতা থেকে প্রথম শ্রীজা। অবসর সময়ে গিটার বাজাতে ভালবাসেন। শিক্ষকদের দেখানো পথেই এগিয়ে যেতে চান শ্রীজা।