/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Kolkata-police-1.jpg)
Kolkata Police Recruitment 2018
ডেটা এন্ট্রি অপারেটরের খালি পদ পূরণের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। অক্টোবর মাসের আগামী ১২ তারিখ জানিয়ে দেওয়া হবে বয়স, শিক্ষাগত যোগ্যতার ইতিবৃত্ত। ১২ তারিখ থেকেই চাকরির জন্য আবেদন করতে পারবেন আপনি। তবে অনলাইন কোনো পরীক্ষা হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু অনলাইনে ফর্ম তুলে সেটিকে ফিলআপ করে প্রতিবেদনে উল্লেখ্য ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।
নিয়োগকর্তা: পশ্চিমবঙ্গ পুলিশ
ঠিকানা: ADG & IGP, টেলিযোগাযোগ, পশ্চিমবঙ্গ, ৩, মানিক বন্দোপাধ্যায় সরণী, টালিগঞ্জ, কলকাতা - ৭০০০৪০
URL টি করুন:http: //www.policewb.gov.in
পদ নাম: ডাটা এন্ট্রি অপারেটর
মোট খালি পদের সংখ্যা: ২0
প্রয়োজনীয় যোগ্যতা: আগ্রহী পার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেটের সাথে স্নাতক হতে হবে।
বয়স সীমা: প্রতিযোগীদের সর্বোচ্চ বয়স সীমা ১/১/২০১৮ হিসাবে ৩০ বছরের কম।
বেতন : মাসিক বেতন ১১ হাজার টাকা।
নির্বাচন পদ্ধতি: আবেদনকারীদের লিখিত পরীক্ষার ভিত্তিতে তালিকাভুক্ত করা হবে। তালিকাভুক্ত প্রতিযোগীকে ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
লিখিত পরীক্ষায় এবং ব্যক্তিগত সাক্ষাতৎকার পাশ করলে ওই পদের জন্য নিয়োগ করা হবে।
কিভাবে আবেদন করবেন: আবেদন করার পদ্ধতি অফলাইন। যোগ্য পার্থীরা অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন, তারপর সেটি ফিল আপ করে এই হার্ড কপিটি নিম্নলিখিত ঠিকানায় জমা করুন: এডিজি ও আইজিপি, টেলিযোগাযোগ, পশ্চিমবঙ্গ, 3, মানিক বন্দোপাধ্যায় সরণী, টালিগঞ্জ, কলকাতা, পিন - ৭০০০৪০।