GPAT ২০১৯-এর আবেদনের শেষ তারিখ আজ

গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিচিউড টেস্ট (GPAT)-এর আবেদন প্রক্রিয়া শেষ হবে আজই। কাজেই যে বা যাঁরা এখনও পর্যন্ত GPAT, ২০১৯-এর জন্য আবেদন জমা করেননি তাঁরা আজ অর্থাৎ ৭ ডিসেম্বর আবেদন জমা করতে পারেন।

গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিচিউড টেস্ট (GPAT)-এর আবেদন প্রক্রিয়া শেষ হবে আজই। কাজেই যে বা যাঁরা এখনও পর্যন্ত GPAT, ২০১৯-এর জন্য আবেদন জমা করেননি তাঁরা আজ অর্থাৎ ৭ ডিসেম্বর আবেদন জমা করতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিচিউড টেস্ট (GPAT)-এর আবেদন প্রক্রিয়া শেষ হবে আজই। কাজেই যে বা যাঁরা এখনও পর্যন্ত GPAT, ২০১৯-এর জন্য আবেদন জমা করেননি তাঁরা আজ অর্থাৎ ৭ ডিসেম্বর আবেদন জমা করতে পারেন। পরীক্ষা হবে আগামী বছর ২৮ জানুয়ারি। ৭ জানুয়ারী থেকে মিলবে অ্যাডমিট কার্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে ফলাফল প্রকাশের সম্ভব্য তারিখ ২০১৯-এর ১০ ফেব্রুয়ারি।

Advertisment

চলতি বছর GPAT ২০১৯ পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পাশাপাশি GPAT ২০১৯-এর ফলাফল প্রকাশের দায়িত্বও রয়েছে NTA-র ওপরই। উল্লেখ্য, NEET UG ২০১৯, CMAT ২০১৯ এবং JEE ২০১৯ সহ সমস্ত প্রতিযোগীতামূলক পরীক্ষায় সংগঠিত হবে NTA-এর তত্ত্বাবধানে। প্রসঙ্গত, GPAT ২০১৯-এর সিলেবাস এবং প্রয়োজনীয় যোগ্যতায় কোনও পরিবর্তন হয়নি, একই রয়েছে।

আরও পড়ুন; ICSE ISC 2019: জেনে নিন, পরীক্ষা সূচি

জেনে নিন কীভাবে আবেদন করবেন GPAT ২০১৯-এর জন্য

Advertisment

Step 1: সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in- এ ভিজিট করুন।

Step 2: হোম পেজের নিচের দিকে ‘fill application form box’-এ ক্লিক করে আপনার পরীক্ষা অর্থাৎ GPAT ২০১৯-লিঙ্কে ক্লিক করুন।

Step 3: একটি নতুন উইন্ডো বাছুন।

Step 4: নতুন উইন্ডতে অনলাইন রেজিস্ট্রেশন করুন। এরপর বাঁদিকে ‘apply’ লেখা অংশে ক্লিক করুন।

Step 5: সমস্ত তথ্য দিন এবং রেজিস্ট্রশন করুন

Step 6: রেজিস্ট্রেশনের পর, ডান দিকে একটি আবেদন পত্র পাবেন, সেটি আরও একটি নতুন উইন্ডো খুলে ভর্তি করুন।

Step 6: নেট ব্যাঙ্কিং-এ বা ডেবিট/ক্রেডিট, কার্ডে আবেদন ফি জমা করতে পারেন। বা অফলাইনে SBI ব্যাঙ্কে টাকা জমা করুন।

ফার্মার পড়ুয়াদের স্নাতকোত্তরের কলেজ এবং কোর্সের ভর্তি প্রক্রিয়ার জন্য তিন ঘণ্টার এই অনলাইন টেস্ট হয় প্রতি বছর। GPAT পরীক্ষায় ৪ নম্বরের মোট প্রশ্ন থাকবে ১২৫ টি। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে।

Read the full Story in English 

Education