Advertisment

WBBSE Result 2018: মাধ্যমিকের ফলাফলের দিন ঘোষনা হল

গত দুদিন ধরেই মাধ্যমিকের ফলাফলের তারিখ নিয়ে রাজ্য জুড়ে নানা গুজব শুরু হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানা গিয়েছিল জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের রেজাল্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
PP-12-MADHYAMIK 09

ফলাপলের দিন ঘোষনা .Express photo by Partha Paul.

কেমন করে জানবেন মাধ্যমিকের ফলাফল

Advertisment

West Bengal Board of Secondary Education(WBBSE)-র সূত্রের খবর অনুযায়ী, জুন মাসের ৬ তারিখে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। গত দুদিন ধরেই মাধ্যমিকের ফলাফলের তারিখ নিয়ে রাজ্য জুড়ে নানা গুজব শুরু হয়েছিল । মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানা গিয়েছিল জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে মা্ধ্যমিকের রেজাল্ট।

১০ জুনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফলও প্রকাশিত হবে।পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৮ জুন প্রকাশিত হতে পারে।

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১,০২,৯২১। রাজ্যের মোট ২৮১৯ টি সেন্টারে ১২ মার্চ থেকে ২১ মার্চ অবধি চলে মাধ্যমিক পরীক্ষা।

পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in, এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও  ফলাফল জানা যাবে। WB space রোল নম্বর পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।

এবছর মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হবে সে নিয়ে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছিল। কয়েকদিন ধরে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ২৯ মে, প্রকাশিত হবে মাধ্যমিকের ফল।

madhyamik exam madhyamik result
Advertisment